শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

তকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

তকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে জাল দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪নভেম্বর) উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটেরখাল নদীতে এঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবদুর রজাক (৬৫)। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত চান্দ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটেরখাল নদীতে অন্যান্যদের সাথে লেউয়া জাল দিয়ে মাছ ধরছিলেন আবদুর রজাক। দুপুর আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি আবদুর রজাককে নদীর পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নৈতিকতা সম্পন্ন মেধাবিরাই আগামি দিনে জাতিকে সঠিক নেতৃত্ব দিবে -অধ্যাপক বরকত আলী

নৈতিকতা সম্পন্ন মেধাবিরাই আগামি দিনে জাতিকে সঠিক নেতৃত্ব দিবে -অধ্যাপক বরকত আলী

এম এ মোতালিব ভুঁইয়া : চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যার সহযোগী অধ্যাপক কাজি বরকত আলী বলেছেন, মেধাবি শিক্ষার্থীরা একটি জাতির স্বপ্নদ্রষ্টা। আজকের মেধাবিরা আগামি দিনে দেশ গড়ার কারিগর। মেধাবিরা ছাত্রজীবনে যে শিক্ষায় শিক্ষিত হবে, কর্মজীবনেও সে শিক্ষার বিস্তার ঘটাবে। বর্তমান প্রজন্মের অধিকাংশ মেধাবি শিক্ষার্থীরা অশ্লিলতা, বেহায়াপনা, চরিত্রহীনতা, মাদকাশক্তিতে নিমজ্জিত হয়ে তাদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশ ও জাতির বোঝা হয়ে উঠছে। এমনকি বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা বিভিন্ন বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে। নৈতিকতার অভাবে বাংলাদেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাই বর্তমান প্রজন্মের মেধাবিরা নৈতিকতা সম্পন্ন শিায় শিতি হয়ে চরিত্র ও আদর্শবান হয়ে গড়ে উঠতে হবে। তিনি শুক্রবার (৩নভেম্বর) ছাতক উপজেলা (পূর্ব) কিশোরকন্ঠ পাঠক ফোরাম আয়োজিত ২০১৮সালের এসএসসিও দাখিল পরিক্ষার্থী ৪শতাধিক শিার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা (পূর্ব) পরিচালক আনছার আলীর সভাপতিত্বে ও সহকারি পরিচালক ইমরাজ নুরের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সালাহ উদ্দীন আইয়ুবী, সুনামগঞ্জ জেলা পৃষ্টপোষক হাবিবুর রহমান, ছাতক-দোয়ারার উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সালাম আল-মাদানী, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার। বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা উত্তরের সাবেক সহকারী পরিচালক হুসাইনুজ্জামান লিটন, সুনামগঞ্জ জেলার অফিস ও প্রকাশনা সম্পাদক আব্দুল তাহিদ, সাবেক অফিস সম্পাদক আব্দুল আউয়াল, ছাতক দক্ষিণ পরিচালক আরাফাত আহমদ রাহাত, পশ্চিমের পরিচালক আসকির আলী, পৌর শাখার পরিচালক জাকির হোসেন, খালেদ হাসান, মুফাজ্জল ইসলাম, নাসির উদ্দীন, কামরান আহমদ, হাফিজ বিলাল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ। মেধাবৃত্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করে পালপুর উচ্চ বিদ্যালয়ের শিার্থী নুজরাত আজিজী আবিদা, ২য় স্থান অধিকার করে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরায়রা নিলয় ও ৩য় স্থান অধিকার করে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া ইসলাম। অনুষ্টান শেষে বিজয়ীদের হাতে বিশেষ ক্রেষ্ট ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও আরো ৩৩ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
ছাতকে ভাতগাঁও ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত

ছাতকে ভাতগাঁও ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে ভাতগাঁও ইউপির মন্ডলপুর গ্রামে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে কর্মি সভা অনুষ্টিত হয়। শনিবার (৪নভেম্বর) ইউনিয়ন শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম ছমরু মিয়া, উপজেলা বিএনপি নেতা আনোয়ার খাঁন, হুসিয়ার আলী, ফিরুজ মিয়া, উপজেলা যুবদল নেতা আবু শামীম লিক্সন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বদরুল আলম লিটন, কামাল উদ্দিন মেম্বার, বিএনপি নেতা আব্দুল মনাফ, আব্দুল আলিম, আব্দুল মুমিন, বাদশা মিয়া, তোফায়েল আহমদ, আক্তার হোসেন, আব্দুল্লাহ, শেফুল মিয়া, শাহজাহান, যুবদল নেতা আব্দুল হক, মনশাদ মিয়া, হোসেন আহমদ, শাহীন মিয়া, খালেদ আহমদ, সেলিম আহমদ, সোলেমান হোসেন চুন্নু। সভায় আগামি ২১নভেম্বর মরহুম আবু জাকার- ধন মিয়ার শোক সভা ও ৩০নভেম্বর বিএনপি সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সফলের সিদ্ধান্ত গৃহীত হয়।
দোয়ারায় নরসিংপুর মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন

দোয়ারায় নরসিংপুর মিনিবার ফুটবল ফাইনাল সম্পন্ন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ঠা নভেম্বর শনিবার মিনিবার ফাইনাল চুড়ান্ত খেলায় রোশন ক্লাব সাইদুল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে। খেলার প্রথমার্ধে হিমেল এর দুর্দান্ত গোলে প্রতিপক্ষ সাইদুল ক্লাব পিছিয়ে পরে। মধ্য বিরতির পর সাইদুল ক্লাব আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। পরে ১-০ গোলেই রোশন ক্লাব বিজয় নিশ্চিত করে মাঠ ত্যাগ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- নসকস সাবেক সভাপতি তরুণ সমাজকর্মী ক্রীড়ামোদি জনাব আবিদ রনি, খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তরুন রাজনিতিবিদ জনাব ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন - তরুন ব্যবসায়ী সকলের পরিচিত মুখ জনাব সাইদুর রহমান (সভাপতি)। খেলা পরিচালক এর দায়িত্বে ছিলেন সময়ের শ্রেষ্ঠ খেলোয়ার জনাব ফয়জুর রহমান
দোয়ারার শ্যামলবাজারে  র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

দোয়ারার শ্যামলবাজারে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শ্যামল বাজারে র‌্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । আটককৃত ব্যবসায়ী হচ্ছেন মোঃ সুমন মিয়া (২৮)। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ভোলগঞ্জ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। ৪ঠা নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা জেলার দোয়ারাবাজার উপজেলা মান্নারগাঁও ইউনিয়নের শ্যামল বাজার থেকে গাজাঁসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানায় অর্থের বিনিময়ে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। সে মাদকের পাইকারী ও খুচরা ব্যবসায়ী। উক্ত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাকে গ্রেফতার করার স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। তাকে দোয়ারা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান কেযোন ধরনের অপরাধ দমনে র‌্যাব সদস্যরা সক্রিয় রয়েছে।
দোয়ারায় শিক্ষানুরাগী হাজী কনুমিয়া এর মৃত্যু দিবস পালন

দোয়ারায় শিক্ষানুরাগী হাজী কনুমিয়া এর মৃত্যু দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া ;
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী কনুমিয়া সাহেবর মৃত্যু দিবস উপলক্ষে ৪ঠা নভেম্বর শনিবার হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয়ে স্বরণসভায় প্রধান শিক্ষক জনাব রফিজ আলির সভাপতিত্বে জমসিদ আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন পান্ডারগাও ইউপির সাবেক চেয়ারম্যান সর্বজনাব আব্দুল ওয়াহিদ ,হাফিজ আমিন উদ্দিন, আব্দুল মানিক মাষ্টার , শফিকুল ইসলাম মেম্বার, আব্দুল গফুর, সরিয়ত আলি সমাই, সমাজসেবক ওলিউর রহমান, মাওঃ আব্দুল হক, ডাঃ আব্দুছ সোবহান,জাবরুল আজাদ প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্তিত ছিলেন।পরে শ্রীপুর বাজার মসজিদের ইমান নুরুজ্জামান খান সাহেব মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
জামালগঞ্জে হাওর রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

জামালগঞ্জে হাওর রক্ষা বিষয়ক মতবিনিময় সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,গণমাধ্যম কর্মী, হাওর উন্নন কর্মী ও উপকার ভোগী কৃষকদের নিয়ে হাওর রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

গত শনিবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বাজারে সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার । ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ,উপজেলা কৃষি কর্মকর্তা ড: সাফায়েত আহমদ সিদ্দিক সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম,উপজেলা আ:লীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান,জামালগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমান সিদ্দিকী,হাওর বাচাও জামালগঞ্জ বাচাও আন্দোলনের আহবায়ক গুল আহমেদ,হাওর ও পরিবেশ উন্নয় সংস্থার সভাপতি কাস্মীর রেজা,সাধারন সম্পাদক প্রিযুশ পুরকায়স্থ টিটু,ফেনারবাকের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান,হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের জেলার সদস্য সচিব বিন্দু তালুকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার,জহিরুল হক তালুকদার,জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ কৃষক নেতা শাহাব উদ্দিন,হাওর উন্নয়নও গনমাধ্যম কর্মী অঞ্জন পুরকায়স্থ,ওয়ালী উল্লাহ সরকার,অনিমেষ দাস,নেহার দেবনাথ,বাপ্পী বর্মন, তৗহিদ চৌধুরী প্রদীপ,মো: আখতারুজ্জামান তালুকদার।
পাগনার হাওর পাড়ের কৃষকদের মধ্যে মতামত ব্যাক্ত করেন আবুল কালাম,রিয়াজ উদ্দিন,জুলফিকার চৌধুরী রানা,আলী আহমদ,ফাইজুল কবির,শ্রীকান্ত তালুকদার,মহব্বত আলী,আমির উদ্দিন,মকবুল হোসেন,শিপন মিয়া,রঞ্জন সরকার,সাইদুর রহমান,সানোয়ার হোসেন,এমদাদ মিয়া।
সভায় ইউপি সদস্য আসাদ আলী, দীপক কুমার তালুকদার, অজিত কুমার সরকার, আলী আহমেদ, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম রানা, ইয়াছিন মিয়া, কেএম আব্দুর রহিম, মিল্টন সরকার, ইউপি সদস্যা সেজু আক্তার, নুরে জান্নাত লিপি, আক্তার বান প্রমূখ
এতে উল্লেখ্য করেন চলতি বছরে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর রক্ষা বাঁধ নির্মানে ১ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ রয়েছে ইনশাল্লাহ তা সঠিক ভাবে কাজ করা হবে ।
ছাতকে ৪৬তম জাতীয়  সমবায় দিবস পালন

ছাতকে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রনালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, একটি স্বনির্ভশীল ও সমৃদ্ধ জাতি গঠনে সমবায়ীরা মুখ্য ভুমিকা পালন করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশকে সমবায়ের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। বিশ্বের উন্নত অনেক দেশই সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ করে নিয়েছে। দেশ ও সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন সকলের মধ্যে সমবায়ী মনোভাব গড়ে উঠে। বর্তমান সরকার সমবায়ীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সমবায়ী মনোভাব পোষন করতে হবে। নৌ-পথে চাঁদাবাজীর সমালোচনা করে এমপি মানিক বলেন, বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নৌ-পথে চলছে অবাদে চাঁদাবাজী। এসব অপশক্তি রোধ করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।শনিবার সকালে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ছাতক উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। এর আগে সমবায়ীদের নিয়ে আয়োজিত একটি বর্নাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন এমপি মানিক। র‌্যালী শেষে উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৬তম জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্ল¬াহ খানের সভাপতিত্বে ও ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার(ভুমি) সোনিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। বক্তব্য রাখেন, সমবায়ী ফজলে করিম লিলু, আব্দুস ছাত্তার, আব্দুল মোনায়েম, হাবিবুর রহমান কাজল, দিলবর আলী প্রমুখ। সমবায় দিবসের র‌্যালীতে উপজেলার ৬৫ টি বিভিন্ন সমবায় সমিতির ব্যানারে সমবায়ীরা অংশ নেন। সভা শেষে ৪শ’ সমবায়ীদের মাঝে ১টি করে কম্বল বিতরণ করেন এমপি মানিক। দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সরিষা বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সরিষা বীজ ও সার বিতরণী সভায় ৪শ’ ৩৫জন কৃষকের মাঝে ১কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি করে এমওপি ও ২০ কেজি করে ডিএপি সার বিনামুল্যে বিতরণ করা হয়। এসময় নির্ধারিত ১৮ হাজার ৭শ’ ৬৬ জন কৃষককে ৫কেজি করে ধান বীজ, ৩০ কেজি করে সার ও ১ হাজার করে টাকা বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। বিকেল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলয়ের উদ্যোগে ও উপজেলা তৃণমুল প্রতিবন্ধী পূনর্বাসন সংস্থার সহযোগিতায় ১শ’ ৫০ জন প্রতিবন্ধি নারী-পুরুষের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন প্রধান অতিথি এমপি মানিক। প্রত্যেককে একটি করে কম্বল, ১ হাজার টাকা মুল্যের ১টি করে শুকনো খাবারের প্যাকেট ও ৩০ বান্ডিল ঢেউটি বিতরণ করা হয়। এসময় প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা সহিদুজ্জমান ও উপসহকারী প্রকৌশলী গোলাম আম্বিয়া উপস্থিত ছিলেন
ছাতকের জাওয়াবাজার ইউনিয়নে  গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছাতকের জাওয়াবাজার ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকে গলায় ফাঁস লাগিয়ে রুনা বেগম(২২) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওে পুলিশ। রুনা বেগম উপজেলার জউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের কাতার প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল রুনা বেগম। রাতের কোন এক সময় পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বসতঘর সংলগ্ন একটি আমগাছের ডালের সাথে গলায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে
ছাতক উপজেলা আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন

ছাতক উপজেলা আওয়ামীলীগের জেল হত্যা দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া :ছাতকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মন্ডলীভাগস্থ দলীয় কার্যালয়ে আলোচনা, সন্ধ্যায় কেন্দ্রিয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং কালীবাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, সুদীপ দে। বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, নুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মৃদুল কান্তি দে মিন্টু, আফিক আলী, কামাল উদ্দিন, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মমিন, কল্যান ব্রত দাস, দেওয়ান আবুল কালাম মাষ্টার, আশিক মিয়া, মোতাহির আলী, আজাদ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী, সজীব মালাকার, কৃষক লীগ নেতা হাজি জামিল আহমদ, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ফজলে রাব্বী জনি, মামুন মিয়া, মঞ্জু মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল বাছিত মামুন,পৌর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া,পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির তালুকদার, সাধারন সম্পাদক বুরহান উদ্দিন তালুকদার অমি প্রমুখ।
দোয়ারার নরসিংপুর মিনি ফুটবল টুনামেন্টের উদ্ভােধন

দোয়ারার নরসিংপুর মিনি ফুটবল টুনামেন্টের উদ্ভােধন

এম এ মোতালিব ভুঁইয়া : শীতের আমেজ পরতে না পরতেই দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩রা নভেম্বর শুক্রবার রাত ৭টায় মিনি ফুটবল টুনামেন্টের উদ্ভােধন করেন- নরসিংপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য জনাব ফজলুর রহমান। নসকস সভাপতি জনাব রফিকুর রহমান, নসকস সাবেক সভাপতি জনাব আবিদ রনি, খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী পুরস্কার দাতা জনাব ফখরুল ইসলাম, মাহেদ্রা মটর সাইকেল এর চ্যানেল পার্টনার পুরস্কার দাতা ওয়ারিছ আলী ও সর্বস্থরের ফুটবলপ্রেমী দর্শক
 ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত

ধর্মপাশায় জাতীয় সমবায় দিবস পালিত


সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে  গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরাজির সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস প্রমূখ।