বিশ্বম্বরপুর উপজেলার যে কয়টি রাস্তা রয়েছে তার মধ্যে সলুকাবাদ ইউ/পির চালবন পয়েন্ট থেকে শুরু করে বাঘবেড় বাজার দিয়ে মতুরকান্দি বাজার পর্যন্ত । রাস্তার বেহাল দশা । যেমন সরু তেমন ঘটে দুর্ঘটনা একের পর এক দুর্ঘটনা ঘটার র্পও শুরু হয়নি উন্নয়নের কাজ । তারই ধারাবাহিক প্রতিবেদন লেকার র্পও নজর দিচ্ছেনা সরকার । যে কারনে লেখা হচ্ছে এই প্রতিবেদন । যেমন একটি গাড়ি চলাচল করলে আরেক টি গাড়ি চলাচল করা একেবারেই
সম্বব না । তার র্পও চলতে হয় এই ইউ/পির অসহায় মানুষদের । কিন্তু কে নিবে এই সাধারন মানুষের খবর । সাধারন মানুষ বলছে নির্বাচন আসলেই অনেকেই বলে রাস্তা গুলো মেরামত করে দিবে এলাকার উন্নয়ন করবে, কিন্তু নির্বাচন চলে গেলে কেউ রাস্তা গুলোর খবর নেয়না এমন অবিযোগ অনেকেরই আছে। রাস্তা গুলো বিশেষ করে বড় গাড়ি গুলো এসে নষ্ট হচ্ছে । যেমন ছোট টমটম বা সিএনজি চলার মত রাস্তা, আর এখানে চলে বড়বড় গাড়ি যেমন ট্রলি বাস ট্রাক সহ বিভিন্ন প্রকার গাড়ি, আর এই গাড়ি গুলো কে পাস দিতে হলে নির্ধিষ্ট একটি যায়গায় দাড়িয়ে পাস দিতে হয় । তারর্পও শেষ রক্ষা হয়না উল্টে পরতে হয় রাস্তার বাইরে।