শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

ছাতকে চুরির মোটর সাইকেলসহ  সিন্ডিকেটের দু’গডফাদার আটক

ছাতকে চুরির মোটর সাইকেলসহ সিন্ডিকেটের দু’গডফাদার আটক

এম এ মোতালিব ভুঁইয়া :
ছাতকে আন্তঃজেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের ২গডফাদারকে আটক ও অন্যান্যদের গ্রেফতারে দিনভর পুলিশের সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে। একপর্যায়ে পুলিশের উপর হামলা করে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের গডফাদার বাদশাকে ছিনিয়ে নেয়া হয়। শুক্রবার ৩নভেম্বর উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির বাগইন, সরিষপুর ও বিশ্বনাথের শেখেরগাঁও এলাকায় এঘটনা ঘটে। এসময় পুলিশ ও চোর সিন্ডিকের ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত ৩০অক্টোবর দোলারবাজার ইউপির জটি গ্রামের আব্দুল হদিসের পুত্র আব্দুল মোমিনের একটি টিভিএস মোটর সাইকেল ঘরের তালা ভেঙ্গে, ৩১অক্টোবর একই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের মৃত আছকন্দর আলীর পুত্র আবু জাহিদের একটি পালসার মোটর সাইকেল ঘরের বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ও এর আগের দিন মঈনপুর গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলীর মোটর সাইকেল চুরি করা হয়। এসব চুরির মোটর সাইকেল বারগোপি গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র লায়েক মিয়ার বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার ২অক্টোবর রাতে লায়েক মিয়ার বাড়ির গুদাম থেকে মোটর সাইকেলগুলো ভাগ-বাটোয়ারা করে বিক্রির জন্যে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। আব্দুল মোমিনের মোটর সাইকেলটি লায়েকের বাড়ি থেকে বারগোপী থেকে বাগইন- বিনন্দনগর হয়ে গোবিন্দগঞ্জ নেয়ার পথে বারগোপী থেকে শেষ রাতে মোটর সাইকেল নিয়ে বটেরখালের পার হয়ে বাগইন গ্রামে পৌছার আগেই বটেরখালে মাছ ধরা শেষে বাগইন গ্রামের খালেদ ও অন্যান্য লোকজন মোটর সাইকেল চোর লায়েক মিয়া ও রিপনকে দেখতে পান। এসময় তারা নিজেদের মোটর সাইকেল দাবি করলেও খালেদ মিয়াসহ অন্যাদেরকে তাদের দিকে আসতে দেখে তারা মোটর সাইকেল ধান ক্ষেতে ফেলেই দৌড় দেয়। পরে পুলিশ খবর পেয়ে পরিত্যক্ত সাইকেল উদ্ধারে ঘটনাস্থল পৌছলে এলাকাবাসির অভিযোগের সূত্র নিয়েই বাগইন গ্রামের মখদ্দুছ আলীর পুত্র রিপন (২৫) ও সরিষপুর গ্রামের ছাত্তার আলীর পুত্র আবুল লেইছ (২৭)কে আটক করে থানায় নিয়ে আসে। এদের স্বীকারোক্তিতে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের অপর সদস্য বিশ্বনাথ উপজেলার শেখেরগাঁও গ্রামের জনৈক বাদশা মিয়াকে আটক করলে সিঙ্গেরকাছ বাজারের কাছে পুলিশের সাথে চোর সিন্ডিকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের হাত থেকে বাদশা মিয়াকে ছিনিয়ে নেয়া হয়। জানা গেছে, রিপন, আবুল লেইছ ও লায়েকের নেতৃত্বে একটি মোটর সাইকেল চোর সিন্ডিকেট দীর্ঘদিন থেকে মোটর সাইকেল মালিকদের বসত ঘরের কলাপসিবল গেট ও গ্রীল কেটে চুপিসারে তাদের মোটর সাইকেল চুরি করে নিচ্ছে। আর পুলিশ ও এলাকাবাসির ঝামেলা এড়াতে চোরাই মোটর সাইকেলগুলো সিলেটসহ বিভিন্ন এলাকায় নিয়ে যেতে দোলারবাজারস্থ বারগোপী-বাগইন-বিনন্পুর-গোবিন্দগঞ্জ গ্রামীণ সড়ক ব্যবহার করছে। এপথেই তারা প্রতিমাসে অসংখ্য চোরাই মোটর সাইকেল বিভিন্ন এলাকায় পাচার করে থাকে বলে অভিযোগে জানা গেছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের মোটর সাইকেল চোর সিন্ডিকেটের গডফাদারদের তথ্য পেতে বাদশাসহ অন্যান্যদের গ্রেফতার করে ব্যাপক জিঞ্জাসাবাদ করার দাবি জানান এলাকাবাসি। এব্যাপারে দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া পুলিশের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাদশাহ ডাকাতের সহযোগিরা পুলিশের উপর হামলা করে অত্যন্ত ঘৃন্য কাজের অবতারণা করেছে। তিনি পুলিশের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দোলারবাজার ও মঈনপুরে দিন-রাত বাজি ধরে তাস, গাফলা ও কেরোম খেলা চলে। এসব তরুন-যুবকরা বাজির দেনা পরিশোধ করতে অবশেষে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হতে পারে। এসব বন্ধের জন্যে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান। এব্যাপারে এসআই সফিকুল আলম জানান, আসামি গ্রেফতারের চেষ্ঠা করলে সে হাত থেকে পালিয়ে যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান আসামি পালিয়ে যাবার ঘটনা অস্বীকার করে বলেন, একটি মোটর সাইকেল উদ্ধার ও চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে আল-মদিনা সংস্থার উদ্যোগে ফ্রি খতনা অনুষ্টিত

ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে আল-মদিনা সংস্থার উদ্যোগে ফ্রি খতনা অনুষ্টিত

এম এ মোতালবি ভুঁইয়া : ছাতকরে ছলৈা-আফজলাবাদ ইউনয়িনরে বানারশপিুররে তারুণ্যকি সংগঠন আল-মদনিা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও ছালাম এন্ড ব্রার্দাস গ্রুপ -এর র্সাবকি সহযোগতিায় ফ্রি খতনা শুক্রবার (০৩ নভম্বের) সকাল ৯টায় বাংলাবাজাররে সামারুন্নছো উচ্চ বদ্যিালয়ে অনুষ্ঠতি হয়ছে।ে সংগঠনরে উদ্যোগে ৩য় বাররে মাতো আয়োজতি এ ক্যাম্পে ইউনয়িনরে ২৫জন হতদরদ্রি শশিুর বনিামূল্যে খতনা সম্পন্ন করা হয়। ওর্য়াড সদস্য আবদুল মতনিরে সভাপতত্বিে এবং সংগঠনরে সাধারণ সম্পাদক সাবলে ময়িা ও সাংগঠনকি সম্পাদক জুনাইদ আহমদেরে যৌথ পরচিালনায় অনুষ্ঠতি খতনা অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্য রাখনে, বশিষ্টি সমাজসবেী ও শক্ষিানুরাগী মাওলানা মো. আব্দুল বাছতি। বশিষে অতথিরে বক্তব্য রাখনে, সমাজসবেী সাহদে আলী, বানারশপিুর জামে মসজদিরে ইমাম মাওলানা ক্বারি আমরি উদ্দনি, মাওলানা বুরহান আহমদে, আবু তইয়ব, ডা. সবেুল ময়িা, সংগঠনরে উপদষ্টো বাংলাবাজার সামারুন্নছো উচ্চ বদ্যিালয়রে শক্ষিক সারোয়ার জাহান ও সমাজসবেী আলকাছ আলী। শুভচ্ছো বক্তব্য রাখনে, সংগঠনরে সভাপতি জুয়লে আহমদে। এসময় অন্যান্যদরে মধ্যে উপস্থতি ছলিনে, সংগঠনরে সাবকে সভাপতি রুবলে ময়িা, সাবকে সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবুল হোসনে, সহ-সাংগঠনকি সম্পাদক আমনিুল হক র্দুজয়, র্অথসম্পাদক ইউসুফ আলম, র্কাযকরী সদস্য ফজলুল করমি সুমন, ইমাদ উদ্দনি, বকুল ময়িা, আলামনি, ময়নুল হক, কয়ছে ময়িা প্রমূখ। অনুষ্ঠান চলাকালে ভডিওি কনফারন্সেরে মাধ্যমে যুক্ত হওয়া সংগঠনরে প্রবাসী উপদষ্টোগণ বভিন্নি সময়ে সংগঠনরে মাধ্যমে এহনে সামাজকি র্কমকান্ড পরচিালনা করায় সংগঠনরে সকলরে প্রতি বশিষে কৃতজ্ঞতা জ্ঞাপন করনে।
দোয়ারাবাজারে কলোনী প্রাথমিক বিদ্যালয় ভবনের  ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজারে কলোনী প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারায় কলোনী প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৩রা নভেম্বর শুক্রবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামবাসীর অর্থায়নে এ ভবন নির্মিত হচ্ছে। কলোনী প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে ভবনের শুভসূচনা করেন বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জনাব জসিম আহমেদ চৌধুরী রানা। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় বাস্থবায়ন কমিটির আহবায়ক ধন মিয়া মেম্বার, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জুলহাস, সমাজ সেবক ডা:এম এ মোতালিব ভুঁইয়া, হুমায়ুন মাষ্টার, দাতা সদস্য আহাম্মক আলী,মাহাম্মদ আলী,সমাজ সেবক সোনা মিয়া,আমির আলী,আব্দুল জলিল,হোসেন মিয়া,সুজন মিয়া,মোক্তার আলী,আব্দুল খালেক,রুসমত আলী,লিটন মিয়া, আবুল কাশেম প্রমুখ ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- কোমলমতি শিশুদেরকে আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে,বিদ্যালয় ভবনে সকলের সহযোগিতার আহবান জানান পরে এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।
বাংলাবাজার ফেন্ডস সোসাইটি কর্তৃক নুরুল ইসলাম মাস্টার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাবাজার ফেন্ডস সোসাইটি কর্তৃক নুরুল ইসলাম মাস্টার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

এম এ মোতালিব ভুঁইয়া : ৩রা নভেম্বর শুক্রবার দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার ফেন্ডস সোসাসাইটি কর্তৃক নুরুল ইসলাম মাস্টার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-2017 আইডিয়াল একাডেমী, বাংলাবাজার কেন্দ্রে সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাবাজার ফেন্ডস সোসাসাইটি প্রতি বারের মত এবারও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে এতে বাংলাবাজার ইউনিয়নের ১৪টি প্রাইমারী স্কুল, আনন্দ স্কুল, কেজি স্কুল এবং ব্র্যাক স্কুলের ১০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বর্ণিল আঙ্গিকে সজ্জিত কেন্দ্রে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্প্নন হয়। বাংলাবাজার ফেন্ডস সোসাসাইটি, সভাপতি জনাব জাকির হোসেন, সেক্রেটারী জনাব আবু তাহের ও সংঘঠনের সদস্যবৃন্দ আগত পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধি বৃন্দকে অভ্যথর্না জানান এ সমম হল পরিদর্শন করেন বাংলাবাজার ফ্রেন্ডস সোসাইাটর র্কাযনির্বাহী উপদেষ্ঠা তারুণ্যের অহংকার এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন, কিরণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক আবুল কাশেম, পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইয়ূব আলী, বালিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ ইমাম হোসেন, অধ্যক্ষ শাহজালাল ক্যাডেট একাডেমী, সাইফূল ইসলাম সাহেব, জুমগাঁও আনান্দ স্কুলের শিক্ষক জনাব আমেনা বেগম, আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচীর সুপারভাইজার জনাব মোঃ আনোয়ার হোসেন এছাড়া আরো ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা: সালাহ উদ্দীন,,সহ সভাপতি আমির উদ্দিন, সাবেক সেক্রেটারী মো: জয়নাল আবেদীন,সাবেক সেক্রেটারী ডা: হযরত আলী, সহ সেক্রেটারী আনোয়ার হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আবুল হাসনাত, সদস্য ডা:আবুল কালাম(কাইয়ুম),ক্রীড়া সম্পাদক আবু হানিফা, আইডিয়াল একাডেমী, সহকারী শিক্ষক জুয়েল আহমেদ, সদস্য সিদ্দীক, ফাহাদ, সোজন, আলমগীর, কাসেম, কালাম,রুহুল আমির, ইমন, ওএলাকার সমাজ সেবী বৃন্দ। পরীক্ষা নিয়ন্ত্রক ও হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ জনাব আব্দুর রহমান সাহেব