বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নিয়ে জরুরি আলোচনা সভা

ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধ নিয়ে জরুরি আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর এলাকার কৃষকদের আগামী বোরো ফসল নির্বিঘেœ ঘরে তোলার লক্ষে হাওর রক্ষা বাঁধ মেরামত ও পূঃন নির্মাণ বিষয়ক এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুিষ্টত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোয়েব আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মহসিন করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, ওসি মো. গোলাম কিবরিয়া, জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী আ.ন.ম গোলাম সারুওয়ার, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদারকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ঠ্য একটি বাঁধ জরিপ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে বর্ষার পানি কমার সাথে-সাথে হাওরের ক্ষতিগ্রস্ত সব ক’টি বাধেঁর জরিপের রিপোর্ট দ্রুত উপজেলা কমিটির নিকট দাখিল করার নির্দেশ দেয়া হয়।
ধর্মপাশায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ধর্মপাশায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় রুবেল রানাকে সভাপতি ও রেজওয়ান চৌধুরী রবিনকে  সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলার ৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
গত মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক-১ তামিম আহমেদ সুজন ও যুগ্ম আহবায়ক-২ পাভেল আহমেদ কিরণ সাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি-১ বছরের জন্য ঘোষণা করেন ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি নূর আলম, মাসুদ রানা, নাছির আহমেদ, নসু রহমান, মুরছালিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান, ডালিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইমন আহমেদ বিজয়, আল মামুন চৌধুরী, মোবারক, সাইদুর রহমান, সাইকুল মিয়া, প্রচার সম্পাদক উজ্জল মিয়া, উপ প্রচার সম্পাদক ওমর হোসাইন, দপ্তর সম্পাদক সোহাগ, উপ দপ্তর সম্পাদক জালাল মিয়া, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক তারেক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল মিয়া, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, উপ ক্রীড়া সম্পাদক সামউন চৌধুরী বিজয় ও সাধারণ সদস্যরা হলেন এমদাদুল হক,জয়,লালন,কাইছাার,আলী হোসেন ।