সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন; এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন; এড. কল্লোল ও সাংবাদিক শামস শামীম

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে অস্বচ্ছতা সহ নানাবিধ কারণে কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সংস্কৃতি কর্মী ও বিশিষ্ট আইনজীবী কল্লোল তালুকদার চপল ও সাংবাদিক শামস শামীম।
গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পদত্যাগের লিখিত আবেদন জমা দেন কমিটির এই দুই সদস্য।
আবেদনপত্রে তারা উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন কমিটিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে সদস্য মনোনীত করা হয়। কিন্তু শুরু থেকেই জেলা শিল্পকলা একাডেমির একটি সিন্ডিকেট দ্বারা সদর উপজেলা শিল্পকলা একাডেমি নিন্ত্রিত না হওয়া, স্বাধীন ভাবে কোন দৃশ্যমান কর্মসূচি হাতে না নেওয়া সহ নানাবিধ কারণে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগ করা সাংবাদিক শামস শামীম বলেন, শিল্প-সাহিত্য হচ্ছে এক মুক্ত-স্বাধীন মাধ্যম ও পরিশীলিত মননের ঠিকানা। কিন্তু একটি চক্র এই সুন্দর মাধ্যমটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে শিল্পকলাকে কলুষিত করছে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মো. লিয়াকত আলী পদত্যাগপত্রের প্রাপ্তি নিশ্চিত করেছেন।
জামালগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জামালগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
নিরাপদ সড়ক দিবসে নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৪ বছর ধরে সড়ককে নিরাপদ রাখার লক্ষে আন্দালন করে আসছে। সড়ককে নিরাপদ রাখার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিবছর ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদসড়ক দিবস পালিত হয়ে আসছে ২৪ বছর আগে চট্টগ্রামের অদুরে চন্দনাইশের বান্দারবনে স্মামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যার দুইটি অবুঝ শিশু জয় ও ইমা কে। ইলিয়স কাঞ্চন সে সময় ছবির সুটিংএ বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তান কে বুকে নিয়ে শোক কে শক্তিতে রূপান্তরিত করে, ইলিয়াস কাঞ্চন নেমে আসনে রাস্তায়। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই শ্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)। এই আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার গত ৫ ই জুন ২০১৭ তারিখে মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতি ক্রমে ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবসে স্মৃকৃতি দেন। তাই চলতি বছরই প্রথমবারের মতো নিরাপদ সড়ক দিবস সরকারী ভাবে সারা দেশে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) জামলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার। সদস্য সচিব মো: ওয়ালী উল্লাহ সরকারের শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো: হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সহকারী কমিশনার (ভুমি) মনিরুল হাসান, সংগঠনের উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরী ও ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান সিদ্দিকী। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আলহাজ্জ্ব মোহাম্মদ আলী, সদস্য বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, মহিলা পরিষদরে সভা নেত্রী ও যুগ্ম আহবায়ক শেখ আয়েশা বেগম, প্রেসক্লাব সভাপতি ও যুগ্ম আহবায়ক অঞ্জন পুরকায়স্থ, সদস্য ও মানুষের জন্য ফাউ-েশনের সভাপতি আলী আক্কাছ মুরাদ, সদস্য মুক্তিযোদ্ধা সন্তান জহিরুল ইসলাম, সদস্য ও খিদমাতুল ইসলাম ফাউ-েশনের সভাপতি আলতাফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর দীর্ঘ ২৪ বছরের সফল আন্দোলনে বর্তমান সরকার ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেন। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের সকল সড়ক পথে চলাচলকারী যাত্রীরা ঝুঁকিমুক্ত জীবন নিয়ে চলাচলের আহবান জানান।
ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর সড়কের পাশের সরকারি লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ কেটে নিয়ে গেছেন বলে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের সামনের রাস্তার পাশে থাকা ওই ৫টি সরকারি গাছ কেটে নেন বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ধর্মপাশা-মধ্যনগর সড়কের বৌলাম নামক স্থানে সড়কের পাশে থাকা লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন লোক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন কাটা ওই গাছগুলো নিয়ে যেতে তাদেরকে বাধা দেন এবং তারা এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। পরে খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ওই কাটা গাছগুলোকে জব্দ করেন।
এব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া গাছ কেটে নেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, গাছগুলো গত দুইদিন আগে ঝড়ে রাস্তার উপরে ফেলে রাখায় ওই রাস্তাটি মানুষজনের চলাচলের অনুপযোগী হয়ে পরে। আমরা শুধু গাছগুলো কেটে রাস্তাটি লোকজনের চলাচলের উপযোগী করে দিয়েছি।
বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের দায়িত্বে থাকা বন কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,শুনেছি গাছগুলো ঝড়ের আঘাতে রাস্তার উপর ফেলে রাখেছিল। তবে কাটা ওই গাছগুলো আমরা জব্দ করেছি।

জামালগঞ্জে ভীমরুলের কামড়ে ১ শিশুর মৃত্যু

জামালগঞ্জে ভীমরুলের কামড়ে ১ শিশুর মৃত্যু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের উদয়পুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে মাইশা আক্তার (২) বছরের শিশুর ভীমরুলের কামড়ে মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার  বিকালে মাইশা তার নিজ বাড়ীর সামনে প্রতিদিনের মত খেলা করতে যায়। এসময় রাস্তার পাশে আম গাছ থেকে ভীমরুল এসে শিশুটিকে কামড়ালে শিশুটির   চিৎকারে পাশের বাড়ীর হোসেন মিয়ার মেয়ে তামান্না (২২) দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা কালে ভীমরুলের কামড়ে তামান্নাও আক্রান্ত হলে তাৎক্ষনিকভাবে উভয়কেই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মাইশা আক্তারের মৃত্যু হয়।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিশ্বর চৌধুরী বলেন, শিশুটিকে এমনভাবে ভীমরুল কামড়িয়েছে, শরীরের কোন স্থান বাকি ছিল না । সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় চিকিৎসার শুরুতেই তার মৃত্যু হয় । অপর আহত তামান্নাকে উন্নত চিকিৎকার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্ত করা হয়েছে।
ধর্মপাশায় আধাঁরে আলো যুব সংঘ গঠন

ধর্মপাশায় আধাঁরে আলো যুব সংঘ গঠন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা সদরের দশধরী গ্রামে আধাঁরে আলো যুব সংঘ গঠন করা হয়েছে ।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দশধরী গ্রামে সকল সদস্যের উপস্থিতিতে আধাঁরে আলো যুব সংঘ গঠন করা হয় ।
এতে ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদকে সভাপতি ও গালিব আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক, সামিউল হোসেন অনুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক , মোনায়েম আহমেদ জিকুকে কোষাধক্ষ্য,তোয়াসিন আহমেদ মেহেদীকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাকিদুল ইসলামকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৩জনকে কার্যকারী কমিটির সদস্য রাখা হয়েছে তারা হলেন মোজাম্মেল হক, নজরুল ইসলাম, হাফিজুর রহমান শান্ত সহ ২৫ সদস্যের পূণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন সকলের ভাল মন্দে মানুষের পাশে থেকে সুখ দুঃখ ভাগা-ভাগি করে নিয়ে  সমাজের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাব ইশাল্লাহ্।