সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর সড়কের পাশের সরকারি লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ কেটে নিয়ে গেছেন বলে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের সামনের রাস্তার পাশে থাকা ওই ৫টি সরকারি গাছ কেটে নেন বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ধর্মপাশা-মধ্যনগর সড়কের বৌলাম নামক স্থানে সড়কের পাশে থাকা লক্ষাধিক টাকা মূল্যের ৫টি আকাশি জাতের গাছ রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৌলাম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন লোক কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন কাটা ওই গাছগুলো নিয়ে যেতে তাদেরকে বাধা দেন এবং তারা এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। পরে খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ওই কাটা গাছগুলোকে জব্দ করেন।
এব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মিয়া গাছ কেটে নেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, গাছগুলো গত দুইদিন আগে ঝড়ে রাস্তার উপরে ফেলে রাখায় ওই রাস্তাটি মানুষজনের চলাচলের অনুপযোগী হয়ে পরে। আমরা শুধু গাছগুলো কেটে রাস্তাটি লোকজনের চলাচলের উপযোগী করে দিয়েছি।
বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের দায়িত্বে থাকা বন কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,শুনেছি গাছগুলো ঝড়ের আঘাতে রাস্তার উপর ফেলে রাখেছিল। তবে কাটা ওই গাছগুলো আমরা জব্দ করেছি।


শেয়ার করুন

0 Comments: