শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় নন-গেজেটেড কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্মপাশায় নন-গেজেটেড কর্মচারী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় নন-গেজেটেড সরকারি কর্মচারী ক্লাব দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার রাত সাড়ে আটটায় উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী ক্লাবের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
উপজেলা নন -গেজেটেড সরকারি কর্মচারী ক্লাবের আহবায়ক একেএম শামছুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলণে সর্ব সম্মতিক্রমে উপজেলা কৃষি অধিদপ্তরের উপ সহকারি কৃষি কর্মকর্তা কামরুল হাসানকে সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউএফপিএ মো. মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ হেলালুজ্জামান, দপ্তর সম্পাদক শরফরাজ আহম্মেদ খান পাঠান, ক্রীড়া ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফ উদ্দিন, সম্মানিত সদস্য এনায়েত কিবরিয়া তালুকদার, মুর্তুজা আলী, শফিকুল ইসলাম, আব্দুল বারী, তাজমূল হুদা জুয়েল ও মো. মোবারক হোসেন।

সলুকাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম

সলুকাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম

মোঃ আজিজুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)
পরম করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মানুষ যাকে সম্মান করে আমিও তাকে সম্মানের আসনে প্রতিষ্টিত করি। যেমন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকিরুল ইসলাম, তিনি গত ১১-১০-২০১৭ ইং হইতে ২০-১০-২০১৭ ইং তারিখ পর্যন্ত  সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করবেন। বর্তমান চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম বলেন, রওশন আলী চেয়ারম্যান ছুটিতে থাকার কারণে আমাকে এ দায়িত্ব দেয়া হয়। আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানায়। এবং সলুকাবাদ ইউনিয়ন বাসির সর্বস্থর জনগনের কাছে দোয়া কামনা করি।