রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

রতারগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের আবারও দুর্নীতি।

রতারগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের আবারও দুর্নীতি।

মোঃ শফিকুল ইসলাম (বিশ্বম্ভরপুর প্রতিনিধি সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন রতারগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মহসিন আহমদ ইয়াছিন একের পর এক দুর্নীতি করে আসছে। অল্প সময়ে অধিক ধনসম্পদের মালিক  হওয়ার জন্য রতারগাঁও স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। বর্তমানে সরকারি  জায়গা থেকে নিজের প্রভাব দেখিয়ে গাছ নিধনে উঠেপড়ে লেগেছে। বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে সরকারি জায়গার উপর বিশাল বড় একটি রেন্টি গাছঁ । ঐ গাছটি প্রভাবশালী দুর্নীতিবাজ প্রধান শিক্ষক অনেক দিন কাঠার জন্য আসলে, বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন অনেক বার নিষেধ করেন। কিন্তু বাজার কমিটির সভাপতির কথার কোন তুয়াক্কা না করে গাছটির প্রধান শাখা  কেঠে ফেঁলেন। পরে বাজার কমিটির পক্ষ থেকে নাছির উদ্দিন, বাদল মিয়া, শাহজাহান, নাজিম মিয়া সহ অনেকে  নিষেধ করলে তার পড়েও গাছঁ কাঠা বন্ধ করেন না। পরে পলাশ ভ’মি অফিস সহকারী  মোহাম্মদ আলী  আসার পরে গাছ কাঠা বন্ধ করেন। এ সময় প্রধান শিক্ষক নিজেকে নির্ধোষ প্রমান করার জন্য তাহার নিজের গাছঁ বলে দাবি করেন। স্থানীয় সুত্রে জানা  যায় দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মহসিন আহমদ ইয়াছিন  তাহার নিজ বাড়ি মেরামত করার জন্য গাছঁটি কাঠতে চান। ঐ দুর্নীতিবাজ প্রধান শিক্ষক , শুধু গাছ কাঠা নয় স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের কাছ থেকে যে হারে দুর্নীতি করেছে সম্ভবত আমাদের জানা মত পৃথিবীর আর কোন শিক্ষক এ রকম দুর্নীতি করে নাই। এখন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক সরকারি জায়গা থেকে গাছঁ কাঠার জন্য ঊপচে পরে লেগেছে। আমরা ঐ দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তি চায়। বাজার কমিটির সভাপতি জনাব নাছির উদ্দিন জানান আমাদের এলাকার প্রধান শিক্ষক একজন লোভী  মানুষ। সে বাজারে সরকরি জায়গার উপর যে গাছটি রয়েছে ঐ গাছটি কাটার জন্য অনেকবার   এসেছে। এবং শেষ পর্যন্ত গাছের প্রধান শাখাটিও কেঠে ফেলেছে।  এ বিষয়ে প্রধান শিক্ষক মহসিন আহমদ ইয়াছিন জানান এ গাছটি আমি নিজে লাগিয়েছি, এবং আমি গাছটি কাঠিনায়।