শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

মরহুম আজিজুর রহিম এর স্মরণে

মরহুম আজিজুর রহিম এর স্মরণে

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসীন্দা ও বাংলাদেশ সচিবালয়ের মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহবায়ক, বাংলাদেশ সচিবালয়ের গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাবেক সভাপতি মরহুম আজিজুর রহিমের কুলখানি গতকাল শুক্রবার বাদ জোহর তাঁর নিজবাড়ি বিরামপুর গ্রামে অনুষ্টিত হয়েছে ।
কুলখানি উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া,মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্টানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই হাজারেরও অধীক আমন্ত্রীত অতিথি বৃন্দ অংশ গ্রহণ করেন ।
অনুষ্টানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, জেলা বিএনপির নেতা জুলফিকার আলী ভুট্টো, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু, ময়ময়সিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ খোকন, ধর্মপাশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইসহাক মিয়া, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, ইমাম হোসাইন, সেলিম আহম্মেদ, মিঠু মিয়া, ফারুক আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 মায়ানমারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মায়ানমারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জ ধর্মপাশায় সচেতন মুসলিম জনতার উদ্যোগে মায়ানমারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা সদরের বড় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মিছিলটি সফল করতে জুম্মার নামাজের পর থেকেই উপজেলা সদরের সব কয়টি মসজিদ থেকে মুসল্লিরা আলাদা-আলাদা মিছিল নিয়ে উপজেলা সদরের থানা রোডস্থ বড় মসজিদের সামনে এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বড় মসজিদের ঈমাম মাওলানা বজলুর রহমানের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার মুসলিম জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি থানা রোডের ধর্মপাশা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ধর্মপাশা সদর বড় মসজিদের ঈমাম মাওলানা বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী,উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা এনামূল হক, বাদশাগঞ্জ জামে মসজিদের ঈমাম মাওলানা ফয়সল, হাসপাতাল জামে মসজিদের ঈমাম মাওলানা মুখলেছুর রহমান, কলেজ মসজিদের ঈমাম মাওলানা রফিকুল ইসলাম, মুফতি মাওলানা আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগ নেতা তৈমুর আহম্মেদ,ধর্মপাশা প্রেসক্লাব সম্পাদক মো. ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, যুবলীগ নেতা শাহ আলী আকবর, নুর-নবী হাসান,সোহাগ চৌধুরী  প্রমূখ।