শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা

ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় কমিউনিটি পুলিশিং ডে-উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় ধর্মপাশা থানা-পুলিশের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান ও ধর্মপাশা-মধ্যনগর সার্কেলের এএসপি এবিএম আশরাফুল্লাহ্ তাহেরের নেতৃত্বে পুলিশ ও জনতার একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
ধর্মপাশা-মধ্যনগর সাকেলের এএসপি আশরাফুল্লাহ্ তাহেরের সভাপতিত্বে ও থানার ওসি মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, সঞ্জয় রায় চৌধুরী, মো. সেলিম আহম্মেদ,ফেরদৌসুর রহমান,ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ।