বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

সলুকাবাদ ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করনে সচেতন মূলক ভিডিও শো প্রদর্শন

সলুকাবাদ ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করনে সচেতন মূলক ভিডিও শো প্রদর্শন

স্টাফ রিপোর্টার:
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজারে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় র্পযায়)” প্রকল্প পুরোপুরি বাস্থবায়নের লক্ষে আজ সন্ধ্যায় ৬:৩০ মিনিটে একটি গ্রাম আদালত সচেতন মূলক ভিডিও শো প্রর্দশন করা হয়েছে। উক্ত ভিডিও প্রর্দশেনে সভাপতিত্ত করেন মোঃ রওশন আলী, চেয়ারম্যান, সলুকাবাদ ইউনিয়ন পরিষদ, এতে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল করিম,উপজেলা সমন্বয়কারী, বিশ্বম্ভরপুর,গ্রাম আদালত সক্রিয় করণ(২য় র্পযায়) প্রকল্প, ইউপি সদস্য মোঃ শাহ-পরান ১নং ওর্য়াড,মোঃ হাবিবুর রহমান ২নং ওর্য়াড,মোছাঃ মনোয়ারা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত-১ আসন, আর উপস্থিত র্ছিলেন স্থানীয় এলাকার গন্যমাণ্য ব্যক্তির্বগ সহ অত্র এলাকার জনসাধারণ।ভিডিও শো টি পরচিালনা করনে মোঃ শফকিুল ইসলাম, গ্রাম আদালত সহকরী।
ভিডিও শো টি সমাপ্ত হওয়ার পর, মোঃ আবুল কালাম (৩৪) তার সাথে কথা বললে সে বলেন “আমি আগে গ্রাম আদালত সর্ম্পকে জানতাম না। এখন আমি গ্রাম আদালত সর্ম্পকে অনেক কিছু জানতে পেরেছি’’
উইপি চেয়‍ারম্যানের সাথে কথা বললে, জানা যায় তিনি বলেন: এখন থেকে এলাকার মানুষ আগরে তুলনা অনকে বেশি গ্রাম আদালত র্সম্পকে জানতে পরেছে।আর বলনে যদি ইউনিয়নেরে প্রতিটি গ্রাম র্পযায় গ্রাম আদালত ভডিওি শো জণগনকে দেখানো যায় তা হলে গ্রাম আদালত টি পুরোপুরি বাস্থবায়ন হব।
জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম ঝনু মিয়া ও তার ছেলে সদর ইউপি সদস্য সাজ্জাদ মাহমুদ তালুকদারের বিরুদ্ধে গোপনে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিবর্তন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার বিকেলে এ বিষয়ে আপত্তি জানিয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন, আশেক নূর, শহিদুল ইসলাম, সোহেল মিয়া, মোছা: গোলছেরা বেগমসহ ওই ইউনিয়নের ৬ জন ইউপি সদস্য বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ওরফে ঝুনু মিয়া ও তার ছেলে সদর ইউপি  চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার গোপনে উক্ত ইউনিয়নের কাউকে না জানিয়ে উপজেলা সদর থেকে ইউপি কার্যলয় সরিয়ে তার নিজ গ্রাম লক্ষীপুরে ওই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণের কাজ চালিয়ে যাচ্ছেন্। আর এ বিষয়টি জনসমক্ষে প্রকাশ পাওয়ার পরই এলাকার সাধারণ জনগণের মাঝে এ নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপত্তিতে ইউপি সদস্যগণ আরো উল্লেখ করেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ  জানতে পারেন উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে উপজেলা ভূমি অফিসারসহ অন্যান্য কর্মচারীগণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের  কোন এক স্থান সরেজমিন পরির্দশন করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণসহ এমনকি উক্ত ইউনিয়ন পরিষদের কোনো জনপ্রতিনিধিকেও এ বিষয়ে অবগত করা হয়নি।
এ বিষয়ে জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার বলেন,‘বছর দুয়েক আগেই আমার পিতা উপজেলা চেয়ারম্যান নতুন ভবনের জন্য আমাদের গ্রাম লক্ষ্মীপুরে জায়গা রেজিষ্ট্রি করে দিয়েছেন। তখন আমার ছোট চাচা ওই ইউপির চেয়ারম্যান ছিলেন।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামছুল আলম ওরফে ঝনু মিয়া বলেন, অদূর ভবিষ্যতে জামালগঞ্জ সদরকে পৌরসভা করা হবে বলেই তৎকালীণ সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মহোদয়ের বিশেষ সুপারিশেই তখন আমি ওই ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য লক্ষ্মিপুর বাজারের পাশে ৪৩ শতাংশ জায়গা আমি নিজের টাকায় কিনে দিয়েছি। এটাই কি আমার অপরাধ?  
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন,‘জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তবে এ বিষয়ে যদি ইউপি সদস্য সদস্যগণসহ স্থানীয় জনগণ না জেনে থাকেন তাহলে অবশ্যই গণশুনানীর ব্যবস্থা করা হবে।

দোয়ারাবাজারের নরসিংপুরে গলায় ফাঁস লাগিয়ে একব্যক্তির আত্মহত্যা

দোয়ারাবাজারের নরসিংপুরে গলায় ফাঁস লাগিয়ে একব্যক্তির আত্মহত্যা

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারে সুন্দর আলী (৪০) নামের একব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত মুজেফর আলীর (লতা) পুত্র। বৃহস্পতিবার ২নভেম্বর দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায়, বুধবার গভীর রাতে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছে
শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখলে উন্নয়ন হবে- এমপি মানিক

শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখলে উন্নয়ন হবে- এমপি মানিক

এম এ মোতালিব ভুইয়া : পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর আস্তা রাখুন উন্নয়ন হবে। ২০১৪সালে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আ’লীগ সরকার মতায় এসেছিল বলেই এরাস্তাসহ ছাতক-দোয়ারার প্রতিটি রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকা অবশই জরুরি। ২০০৮সালের নির্বাচনে বিজয়ের পর যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছিলাম সেগুলো একে একে এখন শেষ করে আনছি। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়েছিলাম বলেই আজকের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে। ২০১৮সালের নির্বাচনে বিজয়ি হতে পারলেই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। বৃহস্পতিবার ২নভেম্বর বিকালে উপজেলার চরমহলা ইউনিয়নের টেটিয়ারচর বাজার থেকে বল্লভপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন উপলে এলাকাবাসীর দেয়া সংবর্ধনায় তিনি প্রধান অতিথির ক্তব্য রাখছিলেন। বিশিষ্ট মুরুব্বি আছলম আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার ছানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কদর মিয়া, উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, আলহাজ্ব সুন্দর আলী, দোহালীয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া, যুক্তরাজ্য আ’লীগ নেতা বদরুজ্জামান শামীম, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, আ'লীগ নেতা আনফর আলী, আব্দুল মজিদ, চরমহলা ইউপি আ'লীগের সভাপতি মতিউর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।
ছাতকে অপহরণ প্রচষ্ঠোর ৩শশিুকে থানায় জজ্ঞিাসাবাদ

ছাতকে অপহরণ প্রচষ্ঠোর ৩শশিুকে থানায় জজ্ঞিাসাবাদ

এম এ মোতালবি ভুঁইয়া :
ছাতকে অপহরণ প্রচষ্ঠো মামলার একমাস পর ৩শশিুকে থানায় এনে জজ্ঞিাসাবাদ করা হয়ছে।ে বৃহস্পতবিার ২নভম্বের শশিুর অভবিাবকরা তাদরেকে থানায় নয়িে আসার পর ঘটনার ব্যাপারে ব্যাপক জ্ঞািসাবাদ করনে। ইসলামপুর ইউপরি ভারতীয় সীমান্তর্বতি পুরান নোয়াকোট গ্রামরে ৩শশিুর বাড়তিে গয়িে তদন্ত করনে এসআই কামাল উদ্দনি ও এএসআই মহি উদ্দনি। জানা যায়, গ্রামরে আব্দুল মান্নানরে পুত্র মজিানুর রহমান থানায় লখিতি অভযিোগে বলনে, একই গ্রামরে মৃত ইদরছি আলীর স্ত্রী আশদিুন নছো ও মৃত আব্দুল করমিরে পুত্র ইউনুছ আলী গত ১৯সপ্টেম্বের তার ময়েে ঝুমা বগেম (৬) ও নাদয়িা বগেম (৭) ও বোন সুলতানা আকতার (১১)কে ফুসলয়িে কৌশলে বাড়ি থকেে ঢাকায় পাঠানোর উদ্দশ্যেে নৌকা যোগে ছাতকে পাঠয়িে দয়ে। এসময় শশিুদরে সাথে ইউনুছ আলীর ব্যবহৃত মোবাইল নাম্বার ও কছিু টাকা দয়িে দয়ো হয়। পরে বাড়তিে শশিুদরে খোঁজে না পয়েে অভবিাবকরা ছতকে অবস্থানরত জনকৈ আফজাল হোসনেরে কাছে বষিয়টি জানালে সে নৌকা ঘাটে পৌছে তাদরেকে উদ্ধার কর।ে এতে মজিানুর রহমান বাদি হয়ে থানায় লখিতি অভযিোগ দায়রে করলে বুধবারসহ পুলশি দু’বার ঘটনাস্থল পরর্দিশন করছে।ে এদকিে বৃহস্পতবিার ২নভম্বের থানায় ৩শশিুকে জজ্ঞিাসাবাদ করছেনে ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম। পুলশি জজ্ঞিাসাবাদরে বষিয়টি নশ্চিতি করছেনে