শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

জামালগঞ্জে বিএনপি’র কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্টিত

জামালগঞ্জে বিএনপি’র কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্টিত

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সাচনা বাজার অস্থায়ী কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দী, সাধারন সম্পাদক আব্দুল মালিক’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন
বিএনপি’র সহ সভাপতি মো. শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালী উল্লাহ সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীনুর রহমান, সহ সম্পাদক মোজাম্মেল হক স্বপন, শাহাব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ, মিছবাহ উদ্দিন, মদরিছ মিয়া চৌধুরী, নির্বাহী সদস্য আব্দুল মতিন সরকার, সাচনা বাজার ইউপি বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন পাঠান, ফেনারবাক ইউপি সভাপতি ফজলুল কাদের চৌধুরী তৌফিক, জামালগঞ্জ সদর আহবায়ক নাজিম উদ্দিন, বেহেলী ইউপি সাধারন সম্পাদক ডা. নজির আহম্মেদ, ভীমখালী ইউপি সাধারন সম্পাদক আলী হোসেন, জামালগঞ্জ উল্টর ইউপি আহবায়ক কমিটির নির্বাহী সদস্য জালাল উদ্দিন ফারুকী প্রমূখ।
বক্তারা বলেন, আগামী ১৪ অক্টোবর শনিবার সাচনা বাজার ইউপি দূর্লভপুর বাজারে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। আগামীতে প্রতিটি আন্দোলন সংগ্রাম ও নির্বাচনে ঐক্য বদ্ধ ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক শিশু

ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক শিশু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল তাসলিমা আক্তার অরফে মনি (১১) নামের এক শিশু কন্যা। শিশু মণি আক্তার উপজেলার সেলবরষ ইউনিয়নের বড়পাচুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে।
জানা যায়, উপজেলার সেলবরষ ইউনিয়নের বড়পাচুর গ্রামের আব্দুল বারেকের শিশু কন্যা মণি আক্তার (১১) সাথে একই ইউনিয়নের বালীজুরী গ্রামের তরিক মিয়ার ছেলে মিষ্টার মিয়ার (২৪)  বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মামুন খন্দকার
পুলিশ ও সাংবাদিকদের নিয়ে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয়।
এব্যাপারে (ইউএনও) মো.মামুন খন্দকার বলেন ছেলে ও মেয়ের অভিভাবকের কাছ থেকে বাল্য বিয়ে না দেয়ার শর্তে একটি মুচলেখা রাখা হয়েছে।