শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক শিশু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল তাসলিমা আক্তার অরফে মনি (১১) নামের এক শিশু কন্যা। শিশু মণি আক্তার উপজেলার সেলবরষ ইউনিয়নের বড়পাচুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে।
জানা যায়, উপজেলার সেলবরষ ইউনিয়নের বড়পাচুর গ্রামের আব্দুল বারেকের শিশু কন্যা মণি আক্তার (১১) সাথে একই ইউনিয়নের বালীজুরী গ্রামের তরিক মিয়ার ছেলে মিষ্টার মিয়ার (২৪)  বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মামুন খন্দকার
পুলিশ ও সাংবাদিকদের নিয়ে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয়।
এব্যাপারে (ইউএনও) মো.মামুন খন্দকার বলেন ছেলে ও মেয়ের অভিভাবকের কাছ থেকে বাল্য বিয়ে না দেয়ার শর্তে একটি মুচলেখা রাখা হয়েছে।

শেয়ার করুন

0 Comments: