সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) ও সিএনজির ভাড়া হঠাৎ দ্বিগুন করায় এলাকার যাত্রী সাধারণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে । এছাড়াও বেপরোয়া ভাবে গাড়ি চলাচল, অদক্ষ চালক,লক্ষর যক্ষর গাড়ির করণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ ।
পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে দ্বিগুন ভাড়া। এ নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাক-বিতন্ড হয়ে থাকে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে চালকদের হাতে লাঞ্ছিত হতে হয় ।
স্থানীয়দের অভিযোগ, পূর্বে যেখানে ভাড়া ছিল ৫ টাকা সেখানে দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে অটোরিকশার চালকরা। এসব পরিবহনের চালকরা বিভিন্ন রোডে নিজেদের ইচ্ছা অনুযায়ী ভাড়া আদায় করে আসছে। অপরদিকে অদক্ষ চালকের জন্য প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পখচারী সাধারণ মানুষ এমনটাই দাবি ভোগক্তভুগীদের ।
সরজমিনে দেখা গেছে, জামালগঞ্জ মডেল হাই স্কুল থেকে আটগাঁও, মাহমুদপুর, কারেন্টের বাজার পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় যেখানে অটোরিকশার ভাড়া ছিল ১০ টাকা। ‘রাস্তা ভাঙা’ এমন অজুহাত দেখিয়ে ২০ টাকা আদায় করা হচ্ছে। শাহপুর বাঁধবাজার থেকে জামালগঞ্জ সদরে জনপ্রতি ৫ টাকার ভাড়া নির্ধারণ থাকার পরও চালকরা ১০ টাকা করে আদায় করছেন।
অন্যদিকে জামালগঞ্জ খেয়াঘাট থেকে সেলিমগঞ্জ বাজার পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় ভাড়া ছিল ৬০ টাকা কিন্তু এখন আদায় করা হচ্ছে ৮০ টাকা। জামালগঞ্জ থেকে নোয়াগাঁও বাজার রাস্তায় ১৫ টাকার স্থলে ২৫ টাকা,মডেল হাই স্কুল থেকে তেলিয়া নতুনপাড়া আধা কিলোমিটারে ভাড়া ৫ টাকার জায়গায় আদায় করা হয় ১০ টাকা,পার্শ¦বর্তী নতুনপাড়া ভাড়া নিচ্ছে ১৫ টাকা।
সাচনা থেকে ফতেপুরের ভাড়া ৩৫টাকা, দূরত্ব ৮কিলোমিটার,সাচনা বাজার বেহেলী রোড থেকে সাচনা ভাঙা ব্রীজ পর্যন্ত ১কিলোমিটারের ভাড়া ১০টাকা। যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী নেওয়া ও ওঠানোতে প্রায় সারাক্ষনই লেগে থাকছে যানজট। সাচনা সিএনবি রোডে যত্রতত্র সিএনজি/অটো রিক্সা পার্কিং করে রাখাতে পথচারী চলাচলে থাকছে তীব্র সমস্যা। সাচনা টু সুনামগঞ্জের ভাড়া নির্ধারণ করা ছিল ৫০টাকা কিন্তু নেওয়া হচ্ছে ৬০টাকা।
তবে চালকদের সাথে কথা বললে,তারা বলেন সারাদিনে টিপপাই ২টা বা ৩টা তাই কম ভাড়ায় পুষায়না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যারা আদায় করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।