মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ-সার ও টাকা বিতরণ

ধর্মপাশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ-সার ও টাকা বিতরণ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫হাজার ৩৬৪ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বোরো বীজ, রাসায়নিক সার ও ব্যাংক একাউন্টের মাধ্যমে ১হাজার টাকা বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে হাওর এলাকায় সরকারের বিশেষ কৃষি পূনর্বাসন কর্মসূচীর ২০১৭-২০১৮ আওতায় বিনামূল্যে  বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্টানিকভাবে উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ প্রমূখ।
অনুষ্টান শেষে প্রথম দিনেই উপজেলা সদর ইউনিয়নের ২ হাজার কৃষকের প্রত্যেকের হাতে ৫ কেজি বোরো বীজ ধান, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেয়া হয়। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে প্রত্যাককে ১ হাজার টাকা করে দেওয়া হয় ।