সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ধর্মপাশায় রফিকুল হাসান চৌধুরী গণসংযোগ

ধর্মপাশায় রফিকুল হাসান চৌধুরী গণসংযোগ

 সেলিম  আহম্মদে স্টাফ রিপোর্টার ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসযোগ করছেন রফিকুল হাসান চৌধুরী
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৃতি সন্তান চারবারের সংসদ সদ্যস মরহুম আব্দুল হেকিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র বার বার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী সকলের কাছে দোয়া ও আর্শিবাদ চেয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করছেন ।
গতকাল রোববার বিকেলে ৮নং জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন । এসময় জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতস্পুূর্ত ভাবে অংশ গ্রহন করে স্বাগত জানান রফিকুল হাসান চৌধুরীকে।
পরিশেষে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন ছানু মিয়ার সভাপতিত্বে জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়ে দলের সার্বিক অবস্থা তুলে ধরেন নেতাকর্মীরা এবং প্রয়াত আওয়ামীলীগ নেতা সুনামগঞ্জ১ আসনের বার বার নির্বাচিত সাংসদ আব্দুল হেকিম চৌধুরীর সফলতা ও বিভিন্ন গুনাবলির কথা তুলে ধরে স্মৃতিচারন করেন উপস্থিত নেতৃবৃন্দ। সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান হিসেবে রফিকুল হাসান চৌধুরীর গণসংযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। আলোচনা সভায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘটে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সালাউদ্দীন,  উপদেষ্টা কমিটির সদস্য ফারুক আহমেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন, গাজীউর রহমান, ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি জজ মিয়া, যুবলীগ নেতা আ. মুকিত, রুবেল তালুকদার, সোহাগ চৌধুরী,পাভেল আহমেদ, সোহাগ মিয়া, এনায়েত হোসেন, জহির আহমেদ, হাবুল্লাহ, জয়শ্রী ইউনিয়ন যুবগীলীগের সভাপতি গৌতম সরকার,যুবলীগ নেতা আনোয়ার হোসেন বাক্কী, মো.জোসেফ আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন ।
আলোচনা সভায় রফিকুল হাসান চৌধুরী বলেন, আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশের রাজনীতি করে এসেছি, আওয়ামীলীগের তৃনমূলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। তাঁরই একজন সৈনিক হয়ে বিগত সকল জাতীয় নির্বাচনে  নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে আজীবন কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সাথে আলোচনা করে আমি আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে চাই। আমার বিশ্বাস সুনামগঞ্জ-১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনিত করবেন । আমাকে মনোনিত করলে আওয়ামীলীগের ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদেরকে নিয়ে এ আসনটি  উপহার দিতে পারব বলে আশা রাখি । তিনি আরো বলেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কোন দিন আওয়ামীলীগ করেনাই । তিনি একজন অরাজনৈতিক ব্যাক্তি । তিনি এমপি হওয়ার পর থেকেই ত্যাগী ও প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে বাদ দিয়ে কিছু সংখ্যক অরাজনৈতিক ব্যাক্তি ও বিএনপি থেকে চলে আসা নব্য আওয়ামীলীগের ব্যাক্তিদেরকে কাছে টানছেন । বর্তমানে ত্যাগী ও প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে  কুন্ঠাসা করে রেখেছে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন । তিনি অরাজকতা সৃষ্টি করছেন বলে দাবী করেন প্রবীন এই নেতা । 
জামালগঞ্জে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জামালগঞ্জে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নওয়াগাঁও বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি নওয়াগাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজিজ মার্কেটের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় । মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর গনহত্যা,নারী নির্যাতন,নি¯পাপ শিশুহত্যাসহ সবধরনের অপকর্মের প্রতিবাদে সোমবার বিকালে সভায় সভাপতিত্ত্ব করেন প্রবীন মোরব্বি ও নওয়াগাঁও বাজার জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী কিতাব আলী, মাসিক মানব দৃষ্টি পত্রিকার উপদেষ্টা ও বাজার কমিটির সেক্রেটারী রেজাউল করিম কাপ্তান'র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মুহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস মাওঃ সাজিদুর রহমান সাজিদ। বিশেষ আলোচনা পেশ করেন তরুন বক্তা নওয়াগাঁও বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুসাঈদ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন চান্দবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ইলিয়াছ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ হাফিজুর রহমান, মাওঃ হুসাইন আহমদ,মাওঃ সামসুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, আমাদের আজকের সমাবেশ থেকে তার নোবেল ফিরতের দাবি জানাই। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রসংশা করে তাঁরা বলেন, রোহিঙ্গাদের আমাদের সরকার আশ্রয়সহ যে সহযোগিতা করে যাচ্ছেন সত্যিই তা প্রসংশার যোগ্য, যা ইতিহাসের পাতায় সর্নাক্ষরে লিখা থাকবে। অভিলম্বে মায়ানমারের এদূরাবস্থার পরিবর্তন না ঘঠালে বিশ্বমুসলিম চুপ হয়ে বসে থাকবেনা।
জামালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

জামালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক


সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জামালগঞ্জে 14 কেজি গাঁজাসহ াজুদ হোসেন (33) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করছে পুলিশ। তাজুদ হোসেন উপজেলার সাচনাবাজার ইনিয়নের নূরপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে। গত রোববার রাত সাড়ে আটটায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়। জানাযায়,তাজুদ হোসেন র্দীঘদিন যাবত এই ধরনের মাদক দ্রব্য গাজা পার্স্ববতী সীমান্ত ভারত থেকে আমদানী করে সুনামগঞ্জ জেলা্সহ দেশের রাজধানী বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে সকালে জেল হাজতে প্রেরন করেন।জামালগঞ্জ থানার ওসি মোঃ আবুল হাসেম বলেন,মাদক ব্যবসায়ী াজুদ মিয়াকে  গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদের  গ্রেফতার করার জন্য চিরুণী অভিযান চলছে।
দ.সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কমিটি গঠন

দ.সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কমিটি গঠন


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
এলাকার প্রবীণ মুরুব্বী ও সমাজসেবক সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ-এর সদস্য ওবায়দুল হক মিলন’র পরিচালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ-এর যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, 
সদস্য মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, সালেহীন চৌধুরী শুভ, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম, সহকারি শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ব্যবসায়ী জসিম উদ্দিন, জিয়াউর রহমান, মহিম উদ্দিন, ত্বোহা মির্জা প্রমুখ।
সভায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখায় সৈয়দ সবুর আলীকে আহ্বায়ক ও রাধিকা রঞ্জন তালুকদার, ধীরেন্দ্র পাল, জিয়াউর রহমান ও ওবায়দুর রহমান মিলনকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
তাহিরপুর শিমুল বাগান দেখতে খুব অপরুপ

তাহিরপুর শিমুল বাগান দেখতে খুব অপরুপ

১০০ বিঘার বেশি জায়গা জুড়ে সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে এই শিমুল ফুলের বাগান। পাশাপাশি আছে লেবু গাছ। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় সৌখিন হৃদয়ের। এ যেনো কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বন। সব মিলে মিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ের গড়। ১৪ বছর আগে ২ হাজার ৪০০ শতক জমিতে শুধুই সৌখিনতার বসে এই শিমুল বাগান গড়ে তোলেন, জয়নাল আবেদীন নামে স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ী। বসন্ত এলে যখন একসাথে দুহাজার গাছে ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় কি!

কখন যাবেনঃ

শিমুল বনের রক্তরাঙ্গা সৌন্দর্যের দেখা মেলে বছরে একটি মাসে। ফাল্গুনের শুরুতে গেলে গাছে ফুল দেখতে পারবেন।

কিভাবে যাবেনঃ

ঢাকা থেকে শ্যামলী/মামুন/এনা বাস যায় সুনামগঞ্জ ভাড়া ৫০০-৫৫০ টাকা।
সুনামগঞ্জ নেমে নতুন ব্রীজের ওই পাড়ে মোটরবাইক দাঁড়িয়ে থাকে অনেক। কথা বলে বারেক টিলা নদীর এই পাড় পর্যন্ত ভাড়া নিবে ২০০ টাকা। দামাদামি করে ১৫০ তেও নাকি যাওয়া সম্ভব! একটাতে ২ জন চড়া যায়। জনপ্রতি তাহলে পরল ১০০ করে। জাদুকাটা নদীর সামনে নামিয়ে দিবে। ৫ টাকা দিয়ে খেয়া অতিক্রম করে ওইপাড়ে গেলেই বারেক টিলা, যা থেকে সুন্দর পুরো জাদুকাটা নদী দেখা যায়। বারেক টিলা থেকে নেমে চায়ের দোকান আছে কিছু। তাদের জিজ্ঞেস করলেই ছবির মত সুন্দর এই শিমুল ফুলের বাগান এ যাওয়ার পথ দেখিয়ে দিবে।
এছাড়া কেউ ট্রেনে যেতে চাইলে সিলেট হয়ে যেতে পারেন। ঢাকার কমলাপুর থেকে রাতের ট্রেনে (৯.৫০ এ ছাড়ে ) চলে যেতে পারেন সিলেট। শোভন চেয়ার ভাড়া নিবে ৩২০ টাকা। সিট পেতে হলে অবশ্যই কস্ট করে ২-১ দিন আগে যেয়ে টিকেট কেটে আনতে হবে। অনলাইনেও সম্ভবত কাটা যায়। ভোর বেলা নামিয়ে দিবে সিলেট। সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ড থেকে উঠে পড়ুন সুনামগঞ্জ গামী বিরতিহীন বাসে। ভাড়া ৯০ টাকা। সময় লাগবে দেড় থেকে ২ ঘন্টা।

কোথায় থাকবেনঃ

বড়ছড়া বাজারে রেস্ট হাউজ আছে ২০০-৪০০ টাকায় থাকা যায়। বারেক টিলা পাড় হয়েই বড়ছড়া বাজার। চাইলে টেকেরঘাট থেকে হেটেও আসতে পারবেন বড়ছড়া বাজারে। এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনা পাথরের কারখানা আছে তার গেস্ট হাউজে থাকতে পারবেন যদি খালি থাকে।
১. উপজেলা ডাকবাংলোর কেয়ারটেকার কৃপেশ দাস: ০১৭২৪৯৬৮১৬১
২. উপজেলা গেস্টহাউজের জন্য উপজেলা চেয়ারম্যান জনাব আনিসুল হককে অনুরোধ করতে হবে: ০১৭১৫১৭২২৩৮
এছাড়া সুনামগঞ্জে ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার মধ্যে থাকার জন্যে হোটেল (Hotel) ভাড়া পাবেন।
হোটেল নূর-পূর্ববাজার স্টেশন রোড সুনামগঞ্জ
হোটেল সারপিনিয়া-জগন্নাথবাড়ী রোড, সুনামগঞ্জ।
হোটেল নূরানী, পুরাতন বাস স্ট্যান্ড , সুনামগঞ্জ।
হোটেল মিজান, পূর্ব বাজার-সুনামগঞ্জ।
হোটেল প্যালেস, পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড
সুরমা ভ্যালী আবাসিক রিসোর্ট

কোথায় খাবেনঃ

বারেক টিলাতে খাবারের হোটেল আছে, এছাড়াও বড়ছড়া বাজারে খেতে পারেন অথবা লেকের পাশেই টেকেরঘাট একটা ছোট বাজার আছে। একটি মাত্র খাবারের হোটেল আছে।
অ্যান্ড্রয়েড ৮-এর আকর্ষণীয় ৮ ফিচার নিয়ে বাজারে আসবে

অ্যান্ড্রয়েড ৮-এর আকর্ষণীয় ৮ ফিচার নিয়ে বাজারে আসবে




গুগলের নতুন অপারেটিং সিস্টেম ওরিওতে যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার।গত মাসেই অ্যান্ড্রয়েড সাম্প্রতিক সংস্করণের (অ্যান্ড্রয়েড ৮.০) আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছে গুগল। এর নাম ওরিও। চলতি বছরের মে মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলন আইও ২০১৭ উপলক্ষে এই অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে গুগল। পিক্সেল ২ ও পিক্সেল এক্সএল ২-এর সঙ্গে এই অপারেটিং সিস্টেম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ওরিও সংস্করণটির ওটিএ হালনাগাদ পিক্সেল ও নেক্সাস স্মার্টফোনে দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটিকে অ্যাপলের সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১১-এর প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। দুটি অপারেটিং সিস্টেমেই বেশ কিছু আকর্ষণীয় ফিচার আছে। অ্যান্ড্রয়েড ওরিও সংস্করণটির কয়েকটি আকর্ষণীয় ফিচার সম্পর্কে জেনে নিন: পিকচার ইন পিকচার মোড: ওরিওতে পিকচার ইন পিকচার মোড নামের ফিচারটি দিয়ে কোনো স্মার্টফোন বা ট্যাবে একই সঙ্গে দুটি কাজ করা যায়। ফিচারটি ব্যবহার করে কোনো ভিডিও কল বা ভিডিও দেখার সময়েও ব্যাকগ্রাউন্ডে একই সময়ে অন্য অ্যাপ ব্যবহার করা যায়। স্মার্ট টেক্সট সিলেকশন: গুগলের উন্নত মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করায় ওরিওতে টেক্সট নির্বাচনে বিশেষ সুবিধা পাওয়া যায়। টেক্সট নির্বাচন, ঠিকানা, মেইল অ্যাড্রেস, ফোন নম্বর শনাক্ত করার পাশাপাশি এগুলো কাজে লাগানোর বিষয়ে অপশন পাওয়া যাবে।পিন অ্যাপ শর্টকাট: অ্যাপ শর্টকাট পিন করে রাখার সুবিধা এসেছে ওরিওতে। শর্টকাট তৈরিতে নতুন অপশনও এতে এসেছে।নতুন নকশার ইমোজি: গত মে মাসে গুগলের কর্মকর্তারা অ্যান্ড্রয়েড ও’র সঙ্গে নতুন ইমোজির বিষয়টি নিশ্চিত করেছিলেন। প্রায় দেড় বছর ধরে নতুন ইমোজি নিয়ে কাজ করার পর ব্যবহারবান্ধব ইমোজি সেট ওরিওতে উন্মুক্ত করছে গুগল।নোটিফিকেশন চ্যানেলস: অনেক অপ্রয়োজনীয় নোটিফিকেশনে বিরক্ত হতে পারেন স্মার্টফোন ব্যবহারকারী। নোটিফিকেশন যাতে সহজে ব্যবস্থাপনা করা যায়, এর সুবিধা আছে ওরিওতে। সব ধরনের অ্যাপ থেকে যাতে নোটিফিকেশন না আসে, সে সুবিধা আছে এতে।পাসওয়ার্ড অটোফিল: ওরিওতে গুগলের পাসওয়ার্ড ব্যবস্থাপনার বিশেষ সুবিধা এসেছে। ব্যবহারকারীরা তাঁদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে অটোফিল ফ্রেমওয়ার্ক আইডি-পাসওয়ার্ড পূরণ করে দেবে। ডেভেলপারদের ক্ষেত্রে অবশ্য তাদের অ্যাপে অটোফিল এপিআই দিয়ে রাখতে হবে।জায়গা না থাকলেও আপডেট: স্মার্টফোনে জায়গা শেষ হলেও ওটিএ আপডেট পাওয়া যাবে। অর্থাৎ হালনাগাদের সময়েও ডিভাইস ব্যবহার করা যাবে।এটা ওয়াই-ফাই: ওরিওচালিত স্মার্টফোনে অবস্থানের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাইতে যুক্ত হওয়া বা বন্ধ হওয়ার সুবিধা আছে। এতে জিপিএস চালু থাকা প্রয়োজন পড়বে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।
বাস্তবতা বুঝল মেয়েরা বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার সঙ্গে

বাস্তবতা বুঝল মেয়েরা বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার সঙ্গে


ফলটা এক রকম অনুমিতই ছিল। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার সঙ্গে কখনোই জয়ের আশা করেনি বাংলাদেশ। তবে অন্তত ভালো ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কৃষ্ণা-সানজীদারা। কিন্তু ‘ভালো ফুটবল’ দূরে থাক পুরো ম্যাচে কোরিয়ার মেয়েদের পেছনে পেছনেই দৌড়াল কৃষ্ণা-স্বপ্নারা। সেই সঙ্গে পরিচয় ঘটল বাস্তবতার সঙ্গেও।
চনবুরি স্টেডিয়ামে আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ; হেরেছে ৯-০ গোলের বড় ব্যবধানে। কোরিয়ান ফরোয়ার্ড কিং কিয়ং ইয়ংকে সামলাতেই হিমশিম খেয়েছে বাংলাদেশের মেয়েরা। নয় গোলের পাঁচটিই করেছেন কিম! ঢাকায় গত বছর টুর্নামেন্টের বাছাইপর্বে যেমন খেলেছিল, আজকের পারফরম্যান্স তার ধারেকাছেও ছিল না।
এমনিতেই শারীরিক গড়নে, উচ্চতায়, শক্তিতে, বল ড্রিবলিংয়ের দক্ষতা—সবকিছুতে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। সেই সঙ্গে রক্ষণভাগের দুর্বলতাটাও ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ অন্তত তিনটি গোল খেয়েছে ‘অনিয়মিত’ গোলকিপার রোকসানার ভুলে। তবে ৫৮ মিনিটে গোলরক্ষক রোকসানার বদলে যখন নিয়মিত গোলরক্ষক মাহমুদাকে মাঠে নামালেন কোচ, ততক্ষণে ৭ গোল খেয়ে বসেছে বাংলাদেশ!
ম্যাচের আট মিনিটেই বাংলাদেশের জালে দু গোল দিয়ে পার্থক্যটা বুঝিয়ে দেয় উত্তর কোরিয়া। ৩৩ মিনিটে বাংলাদেশ খেয়েছে ৪টি গোল! এরপর থেকে যখনই বক্সে ঢুকেছে গোল দিয়ে বেরিয়ে এসেছে কোরিয়া।
শক্তিশালী এই দলের সঙ্গে কখনোই সমান তালে দৌড়াতেও পারেনি বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে মাত্র দুবার উত্তর কোরিয়ার বক্সে ঢুকতে পারে বাংলাদেশ! এমনকি পোস্টে কোনো শটও নিতে পারেনি। কোরিয়ার গোলকিপার সন গুমের হাত থেকে একবার বল বেরিয়ে গেলেও কৃষ্ণা ও স্বপ্নার ভুল বোঝাবুঝিতে গোলের সেই সম্ভাবনাও নষ্ট হয়।ম্যাচে কিম কিয়ং ইয়ং করেছে পাঁচটি গোল। রি সিও জিয়ং দুটি গোল করেছে। একটি করে গোল কিম উন উকে ও উন জি হুয়ার। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ জাপান। সেটিও আরও একটি কঠিন পরীক্ষা।বাংলাদেশ : রোকসানা (মাহমুদা), শিউলি, শামসুন নাহার, নার্গিস (রত্না), মাসুরা, সানজীদা, মৌসুমী (মনিকা), মারিয়া, আঁখি, স্বপ্না, কৃষ্ণা।
দক্ষিণ আফ্রিকা সফরের দলে দলে ফিরলেন মাহমুদউল্লাহ

দক্ষিণ আফ্রিকা সফরের দলে দলে ফিরলেন মাহমুদউল্লাহ



গত মার্চে শ্রীলঙ্কা সফরেও টেস্ট দলে ছিলেন মাহমুদউল্লাহ। গলে বাজে পারফরম্যান্সের পর কলম্বোয় দেশের শততম টেস্ট থেকে বাদ পড়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা সফরের দলে আবার ফিরেছেন তিনি। তবে তাঁকে জায়গা দিতেই বাদ পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টেই দলে থাকা নাসির হোসেনকে।আজ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। মাহমুদউল্লাহর পাশাপাশি এই দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। তিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন এ বছর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে।সাকিব ছুটি নিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ‘আপাতত’ বিবেচনা করা হয়নি। তবে বিসিবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবের দলে ফেরার রাস্তাটা খোলাই রেখেছে। ইচ্ছা করলে তিনি তখন দলে ফিরতে পারবেন।দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে স্বাভাবিকভাবেই পেস বোলারদের আধিক্য। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেনের সঙ্গে স্কোয়াডে আছেন শুভাশিস রায় ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে খেলা শফিউল ইসলাম। তবে সাকিব যেহেতু দলে নেই, তাই স্পিন বোলিং-বিকল্প হিসেবে নাসিরের দলে না থাকাটা একটু অবাক করছে।স্কোয়াডে থাকার পরেও চোখের সমস্যার কারণে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়েছিলেন মোসাদ্দেক হোসেন। তাঁকে দলে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকাতেও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াড থেকে প্রথমে বাদ পড়েও অনেক হইচইয়ের পর দলে ফেরা মুমিনুল হক ঠিকই যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।দলে জায়গা ধরে রেখেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ সৌম্য সরকার ও ইমরুল কায়েসও ধরে রেখেছেন নিজেদের জায়গা। অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাব্বির রহমানদের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন দুজন—তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, মুমিনুল হক।
রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের পর ওবাইদুল কাদের

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের পর ওবাইদুল কাদের

বিএনপি মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের দেখতে যায়নি, শুধু সমালোচনা করছে
সোমবার বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থীশিবিরে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রোহিঙ্গাদের মাঝে আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ করেন। ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক থেকে নেওয়াসহিংসতার কারণে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এ পর্যন্ত বিএনপির কোনো নেতা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে আসেননি। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে (এয়ারকন্ডিশন রুমে) বসে তাঁরা শুধু আওয়ামী লীগের সমালোচনা করতে জানেন।
আজ সোমবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থীশিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে তিনি রোহিঙ্গাদের মাঝে তাঁর দল আওয়ামী লীগের ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ওবায়দুল কাদের বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি উল্টাপাল্টা কথা বলে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার আশা করছে, শিগগিরই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন সেতুমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।
ছুটি মিলল, সাকিবের জন্য খোলা রইল দুয়ারও

ছুটি মিলল, সাকিবের জন্য খোলা রইল দুয়ারও


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে যে থাকছেন না সাকিব আল হাসান, এটি নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, বাঁহাতি অলরাউন্ডারের জন্য একটা বিকল্প উপায় ভেবে রেখেছেন তাঁরা। সাকিব যদি চান, খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট।টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোচাতে সাকিব টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়ে কাল বিসিবির প্রধান নির্বাহীর কাছে চিঠি দিয়েছেন। চিঠির পরিপ্রেক্ষিতে আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে বিশ্রাম দিচ্ছে বিসিবি। তবে বিশ্বসেরা অলরাউন্ডার যদি তাঁর সিদ্ধান্ত বদলান, সে দুয়ারও খোলা রাখছে বিসিবি।আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের আকরাম খান বললেন, ‘আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টে ওকে রাখছি না। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ও যদি খেলতে চায় আমরা তাকে নেব। যদি সে চিন্তাভাবনা বদলায়, সে কারণে একটি বিকল্প উপায় আমরা রেখেছি। তবে সে আপাতত টেস্ট দলের সঙ্গে যাচ্ছে না। ওর যদি ইচ্ছে হয় দ্বিতীয় টেস্টে খেলবে।’সাকিব যেহেতু বাংলাদেশ দলের অপরিহার্য অংশ; এমন কঠিন একটা সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে বিসিবি, এমন প্রশ্নে আকরামের ব্যাখ্যা, ‘সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একই সঙ্গে ওর অবস্থাও দেখতে হবে। সে মানসিক ও শারীরিকভাবে কী অবস্থায় আছে, সেটা আমাদের দেখতে হবে। আমরা চাই না বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হোক বা মাশরাফির মতো সে চোটে পড়ুক।’সাকিব যেহেতু এই সময় ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবেন। তবে কি বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তাঁর অনীহা তৈরি হয়েছে? আকরাম তা মনে করেন না, ‘টেস্টে তার পারফরম্যান্স খুবই ভালো। মনে হয় না টেস্ট ক্রিকেট থেকে তার মন উঠে গেছে।’