সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জামালগঞ্জে 14 কেজি গাঁজাসহ াজুদ হোসেন (33) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করছে পুলিশ। তাজুদ হোসেন উপজেলার সাচনাবাজার ইনিয়নের নূরপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে। গত রোববার রাত সাড়ে আটটায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়। জানাযায়,তাজুদ হোসেন র্দীঘদিন যাবত এই ধরনের মাদক দ্রব্য গাজা পার্স্ববতী সীমান্ত ভারত থেকে আমদানী করে সুনামগঞ্জ জেলা্সহ দেশের রাজধানী বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে সকালে জেল হাজতে প্রেরন করেন।জামালগঞ্জ থানার ওসি মোঃ আবুল হাসেম বলেন,মাদক ব্যবসায়ী াজুদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদের গ্রেফতার করার জন্য চিরুণী অভিযান চলছে।
সুনামগঞ্জের জামালগঞ্জে 14 কেজি গাঁজাসহ াজুদ হোসেন (33) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করছে পুলিশ। তাজুদ হোসেন উপজেলার সাচনাবাজার ইনিয়নের নূরপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে। গত রোববার রাত সাড়ে আটটায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়। জানাযায়,তাজুদ হোসেন র্দীঘদিন যাবত এই ধরনের মাদক দ্রব্য গাজা পার্স্ববতী সীমান্ত ভারত থেকে আমদানী করে সুনামগঞ্জ জেলা্সহ দেশের রাজধানী বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে সকালে জেল হাজতে প্রেরন করেন।জামালগঞ্জ থানার ওসি মোঃ আবুল হাসেম বলেন,মাদক ব্যবসায়ী াজুদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদের গ্রেফতার করার জন্য চিরুণী অভিযান চলছে।
খবর বিভাগঃ
jamalganj
0 Comments: