সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

দ.সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কমিটি গঠন


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
এলাকার প্রবীণ মুরুব্বী ও সমাজসেবক সৈয়দ সবুর আলীর সভাপতিত্বে ও হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ-এর সদস্য ওবায়দুল হক মিলন’র পরিচালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ-এর যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, 
সদস্য মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, সালেহীন চৌধুরী শুভ, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম, সহকারি শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ব্যবসায়ী জসিম উদ্দিন, জিয়াউর রহমান, মহিম উদ্দিন, ত্বোহা মির্জা প্রমুখ।
সভায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন-এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখায় সৈয়দ সবুর আলীকে আহ্বায়ক ও রাধিকা রঞ্জন তালুকদার, ধীরেন্দ্র পাল, জিয়াউর রহমান ও ওবায়দুর রহমান মিলনকে সদস্য সচিব করে মোট ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

0 Comments: