শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় রকেট এজেন্ট মিট অনুষ্ঠিত

ধর্মপাশায় রকেট এজেন্ট মিট অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় রকেট মোবাইল ব্যাংকিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার বিকেলে এজেন্টদের নিয়ে রকেট (ডাচ্-বাংলা ব্যাংক) সুপার হাউজ এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদের সভাপতিত্বে রকেটের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্দ মোমেনূল ইসলাম শাহ তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবায় রকেট-ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রযুক্তিগত সেবা আরো কিভাবে মানুষের দোড়গোড়ায় সহজে পৌঁছে দেয়া যায় তার উপর আলোকপাত করে জানান রকেট একাউন্ট এর মাধ্যমে দেশ-বিদেশ থেকে সহজেই র্নিবিঘে টাকা গ্রহণ, মোবাইলে রিচার্জ, বিল পরিশোধ ও পৌরসভার পানির বিল পরিশোধ করা সহ নানান সু্িবদার কথা তুলে ধরেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সকল রকেট (ডাচ্-বাংলা) এর এজেন্টে ব্যাক্তি বর্গ ।
ধর্মপাশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যসহ আহত ১০

ধর্মপাশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যসহ আহত ১০

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় মালিকানাধীন একটি ডুবায় দুই শিশুর মাছ ধরার ঘটনার মীমাংসা করতে গিয়ে গতকাল শনিবার সকালে প্রতিপক্ষের লোকজনের হামলায় শাহীন আলম নামে এক ইউপি সদস্যসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আশংকাজ্জনক অবস্থায় ইউপি সদস্য শাহীন আলম (৩৫) ও শাস্তু মিয়াকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত ৫ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টার দিকে উপজেলার আহম্মদপুর গ্রামের পাশের কালীজানা হাওরে ওই গ্রামের ওয়াফিজ তালুকদারের (৬২) মালিকানাধীন একটি ডুবায় পাশের মুদাহরপুর গ্রামের আলাল উদ্দিনের দুই ছেলে দীপু মিয়া (১৫) ও মিজানুর রহমান (১২) শখের বশে একটি ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায়। পরে ওই দুই শিশুর মাছ ধরার বিষয়টি ডুবার মালিক ওয়াফিজ মিয়ার নজরে পড়লে তিনি একটি লাঠি হাতে নিয়ে ওই ডুবায় যান এবং তিনি ওই দুইটি শিশুকে ডুবা থেকে তুলে এনে তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথারীভাবে মারধর করতে থাকেন। মারধরের এক পর্যায়ে ওই দুইটি শিশু জাল ও মাছ রাখার পাত্রটি ফেলে রেখেই দৌড়ে বাড়ি চলে গিয়ে বিষয়টি তার পরিবারের লোকজনদেরকে জানায়। পরে বিষয়টি জানার জন্য আহত দুই শিশুর বড় ভাই শাজিবুর রহমান (২৩) ডুবার মালিক ওয়াফিজ তালুকদারের বাড়িতে যান। এ সময় ওয়াফিজ তালুকদারের ভাতিজা সাবেক ইউপি সদস্য সাদেক মেম্বারের নেতৃত্বে ৪-৫ জন লোক লাঠি ও রড দিয়ে শাজিবুরকে এলোপাথারী মারধর করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে ওইদিনই সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশের আহম্মদপুর বাজারের একটি চায়ের দোকানে বর্তমান ইউপি সদস্য শাহীন আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করার জন্য একটি সালিশী বৈঠকে বসেন। সালিশী বৈঠকের এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য সাদেক মেম্বারের নির্দেশে তার লোকজন বর্তমান ইউপি সদস্যসহ প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ইউপি সদস্য শাহীন আলম ও শাস্তু মিয়াসহ অন্তত আরো ১০ জন গুরুত্বর আহত হন। আশংকাজ্জনক অবস্থায় ইউপি সদস্য শাহীন আলম (৩৫) ও শাস্তু মিয়াকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা নুর হোসেন নেক্কারজনক এ ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, আমরা এ বিষয়টির চুড়ান্ত বিচার চেয়ে রবিবার সকালে জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য আজ বিকেলেই পরিষদের সকল সদস্যদের নিয়ে সভা করেছি এবং সভায় রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়টি তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পাবলিক হল রুমে টিফিন বক্স বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব), সদর ইউপি’র উদ্যেক্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, প্রেসক্লাব সভাপিত আব্দুল আহাদ। বক্তারা বলেন, মহতি উদ্যোগে প্রশংসা করে বলেন এ ধরনের ব্যতিক্রম ধর্মী অনুষ্টানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিপাবে এবং শিক্ষার মান উন্নয়নে সাহায়ক ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তায় টিফিন বক্স অন্যান্য ভূমিকা রাখবে। এছাড়া সদর ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাফিজ উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল বারি প্রাথমিক বিদ্যালয়ের ৭শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
জামালগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু

জামালগঞ্জে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য সংগ্রহ নবায়ন অভিযান শুরু হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর নতুন বাজারে ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হাসান মাহমুদ’র সঞ্চালনায় কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা মো. সিরাজ মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র নেতা আব্দুস সাত্তার,মোহাম্মাদ আলী, শাহ মোহাম্মাদ শাহ জাহান, আজাদ হোসেন বাবলু, শফিক মিয়া, জয়নাল আবেদীন, নুর মিয়া, আখতারুজ্জামান তালুকদার, মাসুক মিয়া, মফিজুর রহমান প্রমূখ।
এসময় বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্থানীয় শতাধিক নেতাকর্মী বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন বলেন
বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী দক্ষ জনপ্রিয় করে গড়ে তোলতে আমরা কাজ করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে ঐক্য বদ্ধ হয়ে দলীয় কাজ করতে হবে এবং বিএনপিকে বিজয়ী করতে হবে।

জামালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস  অনুষ্টিত

জামালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্টিত

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
কন্যা শিশু জাগরন আনবে দেশে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও হার চয়েজ এর সহযোগীতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ, সহকারী শিক্ষক প্রজেষ কান্তি পুরকায়স্থ’র সঞ্চালনায় প্রধান অতিথি ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বিশেষ অতিথি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার, পরিচালনা কমিটির সদস্য বাবুল সরকার, সহকারী শিক্ষক সজল পুরকায়স্থ, কমলা শীষ তালুকদার, ঝুমা তালুকদার, জোনাকী তালুকদার, প্রান্ত পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র ইউসি সাইফ উল্লাহ, মিনতি তালুকদার, প্রীতি তালুকদার, অভিবাবক এনামূল হাসান প্রমূখ।
পরে এক রচনা প্রতিযোগীতা শেষে তাদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
বিশ্বম্ভরপুরে দালাল মোবারকের জিম্মায় একটি পরিবার।

বিশ্বম্ভরপুরে দালাল মোবারকের জিম্মায় একটি পরিবার।

মোঃ আজিজুল ইসলাম-মোঃ শফিকুল ইসলাম (বিশ্বম্ভরপুর প্রতিনিধি সুনামগঞ্জ)
পুরনো শত্রুতার জের ধরে মানুষ কত কিছুইনা করতে পারে, আর এ শাস্থিও পেতে হয়। এমনটাই হয়েছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলগাঁও গ্রামের শাহেদ আলীর বাড়িতে একটি পুরনো শত্রুতার জের ধরে তার ছেলে  দশম শ্রেনীর ছাত্র নুর আলম (১৬) কে জীবন অন্ধকারে ডেকে দিতে ছেয়েছিল সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি গ্রামের জামাত নেতা দালাল মোবারক। সে গোলগাঁও গ্রামের দশম শ্রেনীর পড়–য়া ছাত্রী ফুলেছা কে কৌশলে ছেলের নানার বাড়ি পাঠিয়ে দিয়ে নুর আলম কে ফাঁসানোর চেষ্টা করেছিল দালাল মোবারক।  ছেলে মেয়ে উভয় পক্ষের নিশ্চিত একটি স্বপ্ন বাস্তবে জনাঞ্জলির জন্য আপ্রাণ চেষ্টা করে ছিল দালাল মোবারক। সরেজমিনে জানাযায় ঐ দালাল মোবারক টাকার বিনিময়ে এইধরনে একটি জঘন্য ষড়যন্ত  করে। নুর আলমের বাবার কাছে দালাল মোবারক একলক্ষ টাকা দাবি করে এবং বলে দেয় টাকা দিলে এই ঘটনার অবসান হবে। ছেলে পক্ষ টাকা দিতে রাজি না হওয়ায় দালাল মোবারক ছেলের বাবাকে অনেক হুমাক দমকি দেয়। ঘটনাস্থলে মেয়ের পরিবারকে জিজ্ঞাসাবাদ করার সময়, ঐ দালাল সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেয়। সাংবাদিক জিজ্ঞাসাবাদ করে আসার সময় রাস্তায় সাংবাদিকের মোটর সাইকেল আটক করার চেষ্টা করে, এবং এবং মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। এক পর্যায়ে চাবি ফেরত দেয়, কিন্তু একটি শর্তবেধে দেয় যে, সংবাদ পত্রে যেন সটিক তথ্য না আসে। সাংবাদিক কোন কথা আমলে না নিয়ে, সেখান থেকে চলে আসতে চাইলে সে অনেক প্রকার হুমকি দমকি দিতে থাকে। পরে মোবারক মোবাইল ফোনে (০১৭৯০০৬৫২২৪)।  হুমকি দিয়ে বলে তোমাকে যা বলি শুন, তুমি এই ধরনের কোন নিউজ না করতে নিষেধ করতেছি। এর পরে মোবারক সাংবাদিকের অফিসে এসে অনেক উত্তেজিত ভাবে সাংবাদিকের উপর চড়াও হয়। একলক্ষ টাকার বিয়ষটি মোবারকের কাছে জানতে চাইলে সে কোন কথা না বলে চলে যায়। অন্যদিকে ধনপুর ইউনিয়রের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান এই পুর বিষটি এখনো আমি পুরোপুরি ভাবে জানিনা, শুধু মেয়ের পক্ষ থেকে কিছু জানা হয়েছে। চেয়ারম্যান আরও জানান যে মথুরকান্দির জামাত নেতা মোবারকের সাজানো নাটক।শুধু মেয়ের পক্ষ থেকে কিছু জানা হয়েছে। চেয়ারম্যান আরও জানান যে মথুরকান্দির জামাত নেতা মোবারকের সাজানো নাটক।