শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পাবলিক হল রুমে টিফিন বক্স বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব), সদর ইউপি’র উদ্যেক্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, প্রেসক্লাব সভাপিত আব্দুল আহাদ। বক্তারা বলেন, মহতি উদ্যোগে প্রশংসা করে বলেন এ ধরনের ব্যতিক্রম ধর্মী অনুষ্টানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিপাবে এবং শিক্ষার মান উন্নয়নে সাহায়ক ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তায় টিফিন বক্স অন্যান্য ভূমিকা রাখবে। এছাড়া সদর ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাফিজ উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল বারি প্রাথমিক বিদ্যালয়ের ৭শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 Comments: