সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ধর্মপাশায় রফিকুল হাসান চৌধুরী গণসংযোগ

 সেলিম  আহম্মদে স্টাফ রিপোর্টার ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসযোগ করছেন রফিকুল হাসান চৌধুরী
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কৃতি সন্তান চারবারের সংসদ সদ্যস মরহুম আব্দুল হেকিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র বার বার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী সকলের কাছে দোয়া ও আর্শিবাদ চেয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করছেন ।
গতকাল রোববার বিকেলে ৮নং জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন । এসময় জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতস্পুূর্ত ভাবে অংশ গ্রহন করে স্বাগত জানান রফিকুল হাসান চৌধুরীকে।
পরিশেষে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন ছানু মিয়ার সভাপতিত্বে জয়শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়ে দলের সার্বিক অবস্থা তুলে ধরেন নেতাকর্মীরা এবং প্রয়াত আওয়ামীলীগ নেতা সুনামগঞ্জ১ আসনের বার বার নির্বাচিত সাংসদ আব্দুল হেকিম চৌধুরীর সফলতা ও বিভিন্ন গুনাবলির কথা তুলে ধরে স্মৃতিচারন করেন উপস্থিত নেতৃবৃন্দ। সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান হিসেবে রফিকুল হাসান চৌধুরীর গণসংযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। আলোচনা সভায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘটে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সালাউদ্দীন,  উপদেষ্টা কমিটির সদস্য ফারুক আহমেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন, গাজীউর রহমান, ধর্মপাশা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি জজ মিয়া, যুবলীগ নেতা আ. মুকিত, রুবেল তালুকদার, সোহাগ চৌধুরী,পাভেল আহমেদ, সোহাগ মিয়া, এনায়েত হোসেন, জহির আহমেদ, হাবুল্লাহ, জয়শ্রী ইউনিয়ন যুবগীলীগের সভাপতি গৌতম সরকার,যুবলীগ নেতা আনোয়ার হোসেন বাক্কী, মো.জোসেফ আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন ।
আলোচনা সভায় রফিকুল হাসান চৌধুরী বলেন, আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশের রাজনীতি করে এসেছি, আওয়ামীলীগের তৃনমূলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। তাঁরই একজন সৈনিক হয়ে বিগত সকল জাতীয় নির্বাচনে  নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে আজীবন কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সাথে আলোচনা করে আমি আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে চাই। আমার বিশ্বাস সুনামগঞ্জ-১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনিত করবেন । আমাকে মনোনিত করলে আওয়ামীলীগের ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদেরকে নিয়ে এ আসনটি  উপহার দিতে পারব বলে আশা রাখি । তিনি আরো বলেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কোন দিন আওয়ামীলীগ করেনাই । তিনি একজন অরাজনৈতিক ব্যাক্তি । তিনি এমপি হওয়ার পর থেকেই ত্যাগী ও প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে বাদ দিয়ে কিছু সংখ্যক অরাজনৈতিক ব্যাক্তি ও বিএনপি থেকে চলে আসা নব্য আওয়ামীলীগের ব্যাক্তিদেরকে কাছে টানছেন । বর্তমানে ত্যাগী ও প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে  কুন্ঠাসা করে রেখেছে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন । তিনি অরাজকতা সৃষ্টি করছেন বলে দাবী করেন প্রবীন এই নেতা । 

শেয়ার করুন

0 Comments: