স্টাফ রিপোর্টার:
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজারে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় র্পযায়)” প্রকল্প পুরোপুরি বাস্থবায়নের লক্ষে আজ সন্ধ্যায় ৬:৩০ মিনিটে একটি গ্রাম আদালত সচেতন মূলক ভিডিও শো প্রর্দশন করা হয়েছে। উক্ত ভিডিও প্রর্দশেনে সভাপতিত্ত করেন মোঃ রওশন আলী, চেয়ারম্যান, সলুকাবাদ ইউনিয়ন পরিষদ, এতে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল করিম,উপজেলা সমন্বয়কারী, বিশ্বম্ভরপুর,গ্রাম আদালত সক্রিয় করণ(২য় র্পযায়) প্রকল্প, ইউপি সদস্য মোঃ শাহ-পরান ১নং ওর্য়াড,মোঃ হাবিবুর রহমান ২নং ওর্য়াড,মোছাঃ মনোয়ারা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত-১ আসন, আর উপস্থিত র্ছিলেন স্থানীয় এলাকার গন্যমাণ্য ব্যক্তির্বগ সহ অত্র এলাকার জনসাধারণ।ভিডিও শো টি পরচিালনা করনে মোঃ শফকিুল ইসলাম, গ্রাম আদালত সহকরী।
ভিডিও শো টি সমাপ্ত হওয়ার পর, মোঃ আবুল কালাম (৩৪) তার সাথে কথা বললে সে বলেন “আমি আগে গ্রাম আদালত সর্ম্পকে জানতাম না। এখন আমি গ্রাম আদালত সর্ম্পকে অনেক কিছু জানতে পেরেছি’’
উইপি চেয়ারম্যানের সাথে কথা বললে, জানা যায় তিনি বলেন: এখন থেকে এলাকার মানুষ আগরে তুলনা অনকে বেশি গ্রাম আদালত র্সম্পকে জানতে পরেছে।আর বলনে যদি ইউনিয়নেরে প্রতিটি গ্রাম র্পযায় গ্রাম আদালত ভডিওি শো জণগনকে দেখানো যায় তা হলে গ্রাম আদালত টি পুরোপুরি বাস্থবায়ন হব।
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজারে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় র্পযায়)” প্রকল্প পুরোপুরি বাস্থবায়নের লক্ষে আজ সন্ধ্যায় ৬:৩০ মিনিটে একটি গ্রাম আদালত সচেতন মূলক ভিডিও শো প্রর্দশন করা হয়েছে। উক্ত ভিডিও প্রর্দশেনে সভাপতিত্ত করেন মোঃ রওশন আলী, চেয়ারম্যান, সলুকাবাদ ইউনিয়ন পরিষদ, এতে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল করিম,উপজেলা সমন্বয়কারী, বিশ্বম্ভরপুর,গ্রাম আদালত সক্রিয় করণ(২য় র্পযায়) প্রকল্প, ইউপি সদস্য মোঃ শাহ-পরান ১নং ওর্য়াড,মোঃ হাবিবুর রহমান ২নং ওর্য়াড,মোছাঃ মনোয়ারা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত-১ আসন, আর উপস্থিত র্ছিলেন স্থানীয় এলাকার গন্যমাণ্য ব্যক্তির্বগ সহ অত্র এলাকার জনসাধারণ।ভিডিও শো টি পরচিালনা করনে মোঃ শফকিুল ইসলাম, গ্রাম আদালত সহকরী।
ভিডিও শো টি সমাপ্ত হওয়ার পর, মোঃ আবুল কালাম (৩৪) তার সাথে কথা বললে সে বলেন “আমি আগে গ্রাম আদালত সর্ম্পকে জানতাম না। এখন আমি গ্রাম আদালত সর্ম্পকে অনেক কিছু জানতে পেরেছি’’
উইপি চেয়ারম্যানের সাথে কথা বললে, জানা যায় তিনি বলেন: এখন থেকে এলাকার মানুষ আগরে তুলনা অনকে বেশি গ্রাম আদালত র্সম্পকে জানতে পরেছে।আর বলনে যদি ইউনিয়নেরে প্রতিটি গ্রাম র্পযায় গ্রাম আদালত ভডিওি শো জণগনকে দেখানো যায় তা হলে গ্রাম আদালত টি পুরোপুরি বাস্থবায়ন হব।
খবর বিভাগঃ
bishwambarpur
0 Comments: