এম এ মোতালিব ভুঁইয়া :
৩রা নভেম্বর শুক্রবার দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার ফেন্ডস সোসাসাইটি কর্তৃক নুরুল ইসলাম মাস্টার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-2017
আইডিয়াল একাডেমী, বাংলাবাজার কেন্দ্রে সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাবাজার ফেন্ডস সোসাসাইটি প্রতি বারের মত এবারও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে এতে বাংলাবাজার ইউনিয়নের ১৪টি প্রাইমারী স্কুল, আনন্দ স্কুল, কেজি স্কুল এবং ব্র্যাক স্কুলের ১০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বর্ণিল আঙ্গিকে সজ্জিত কেন্দ্রে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্প্নন হয়।
বাংলাবাজার ফেন্ডস সোসাসাইটি, সভাপতি জনাব জাকির হোসেন, সেক্রেটারী জনাব আবু তাহের ও সংঘঠনের সদস্যবৃন্দ আগত পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধি বৃন্দকে অভ্যথর্না জানান
এ সমম হল পরিদর্শন করেন বাংলাবাজার ফ্রেন্ডস সোসাইাটর র্কাযনির্বাহী উপদেষ্ঠা তারুণ্যের অহংকার এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন, কিরণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক আবুল কাশেম, পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইয়ূব আলী, বালিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ ইমাম হোসেন, অধ্যক্ষ শাহজালাল ক্যাডেট একাডেমী, সাইফূল ইসলাম সাহেব, জুমগাঁও আনান্দ স্কুলের শিক্ষক জনাব আমেনা বেগম, আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচীর সুপারভাইজার জনাব মোঃ আনোয়ার হোসেন এছাড়া আরো ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা: সালাহ উদ্দীন,,সহ সভাপতি আমির উদ্দিন, সাবেক সেক্রেটারী মো: জয়নাল আবেদীন,সাবেক সেক্রেটারী ডা: হযরত আলী, সহ সেক্রেটারী আনোয়ার হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আবুল হাসনাত, সদস্য ডা:আবুল কালাম(কাইয়ুম),ক্রীড়া সম্পাদক আবু হানিফা, আইডিয়াল একাডেমী, সহকারী শিক্ষক জুয়েল আহমেদ, সদস্য সিদ্দীক, ফাহাদ, সোজন, আলমগীর, কাসেম, কালাম,রুহুল আমির, ইমন, ওএলাকার সমাজ সেবী বৃন্দ।
পরীক্ষা নিয়ন্ত্রক ও হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন আইডিয়াল একাডেমীর
অধ্যক্ষ জনাব আব্দুর রহমান সাহেব
খবর বিভাগঃ
dowarabazar
upazila-news
0 Comments: