শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

নৈতিকতা সম্পন্ন মেধাবিরাই আগামি দিনে জাতিকে সঠিক নেতৃত্ব দিবে -অধ্যাপক বরকত আলী

এম এ মোতালিব ভুঁইয়া : চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যার সহযোগী অধ্যাপক কাজি বরকত আলী বলেছেন, মেধাবি শিক্ষার্থীরা একটি জাতির স্বপ্নদ্রষ্টা। আজকের মেধাবিরা আগামি দিনে দেশ গড়ার কারিগর। মেধাবিরা ছাত্রজীবনে যে শিক্ষায় শিক্ষিত হবে, কর্মজীবনেও সে শিক্ষার বিস্তার ঘটাবে। বর্তমান প্রজন্মের অধিকাংশ মেধাবি শিক্ষার্থীরা অশ্লিলতা, বেহায়াপনা, চরিত্রহীনতা, মাদকাশক্তিতে নিমজ্জিত হয়ে তাদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশ ও জাতির বোঝা হয়ে উঠছে। এমনকি বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা বিভিন্ন বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে। নৈতিকতার অভাবে বাংলাদেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাই বর্তমান প্রজন্মের মেধাবিরা নৈতিকতা সম্পন্ন শিায় শিতি হয়ে চরিত্র ও আদর্শবান হয়ে গড়ে উঠতে হবে। তিনি শুক্রবার (৩নভেম্বর) ছাতক উপজেলা (পূর্ব) কিশোরকন্ঠ পাঠক ফোরাম আয়োজিত ২০১৮সালের এসএসসিও দাখিল পরিক্ষার্থী ৪শতাধিক শিার্থীদের নিয়ে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা (পূর্ব) পরিচালক আনছার আলীর সভাপতিত্বে ও সহকারি পরিচালক ইমরাজ নুরের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সালাহ উদ্দীন আইয়ুবী, সুনামগঞ্জ জেলা পৃষ্টপোষক হাবিবুর রহমান, ছাতক-দোয়ারার উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সালাম আল-মাদানী, ছাতক উপজেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার। বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা উত্তরের সাবেক সহকারী পরিচালক হুসাইনুজ্জামান লিটন, সুনামগঞ্জ জেলার অফিস ও প্রকাশনা সম্পাদক আব্দুল তাহিদ, সাবেক অফিস সম্পাদক আব্দুল আউয়াল, ছাতক দক্ষিণ পরিচালক আরাফাত আহমদ রাহাত, পশ্চিমের পরিচালক আসকির আলী, পৌর শাখার পরিচালক জাকির হোসেন, খালেদ হাসান, মুফাজ্জল ইসলাম, নাসির উদ্দীন, কামরান আহমদ, হাফিজ বিলাল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ। মেধাবৃত্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করে পালপুর উচ্চ বিদ্যালয়ের শিার্থী নুজরাত আজিজী আবিদা, ২য় স্থান অধিকার করে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরায়রা নিলয় ও ৩য় স্থান অধিকার করে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া ইসলাম। অনুষ্টান শেষে বিজয়ীদের হাতে বিশেষ ক্রেষ্ট ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও আরো ৩৩ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

0 Comments: