এম এ মোতালিব ভুঁইয়া :
ছাতকে জাল দিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৪নভেম্বর) উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটেরখাল নদীতে এঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবদুর রজাক (৬৫)। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত চান্দ আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ভটেরখাল নদীতে অন্যান্যদের সাথে লেউয়া জাল দিয়ে মাছ ধরছিলেন আবদুর রজাক। দুপুর আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি আবদুর রজাককে নদীর পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর বিভাগঃ
chhatak
upazila-news
0 Comments: