সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরাজির সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস প্রমূখ।
খবর বিভাগঃ
dharmapasha
Nationwide
0 Comments: