এম এ মোতালিব ভুঁইয়া :
শীতের আমেজ পরতে না পরতেই দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩রা নভেম্বর শুক্রবার রাত ৭টায় মিনি ফুটবল টুনামেন্টের উদ্ভােধন করেন- নরসিংপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য জনাব ফজলুর রহমান। নসকস সভাপতি জনাব রফিকুর রহমান, নসকস সাবেক সভাপতি জনাব আবিদ রনি, খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী পুরস্কার দাতা জনাব ফখরুল ইসলাম, মাহেদ্রা মটর সাইকেল এর চ্যানেল পার্টনার পুরস্কার দাতা ওয়ারিছ আলী ও সর্বস্থরের ফুটবলপ্রেমী দর্শক
খবর বিভাগঃ
dowarabazar
upazila-news
0 Comments: