শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

দোয়ারায় শিক্ষানুরাগী হাজী কনুমিয়া এর মৃত্যু দিবস পালন

এম এ মোতালিব ভুঁইয়া ;
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী কনুমিয়া সাহেবর মৃত্যু দিবস উপলক্ষে ৪ঠা নভেম্বর শনিবার হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয়ে স্বরণসভায় প্রধান শিক্ষক জনাব রফিজ আলির সভাপতিত্বে জমসিদ আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন পান্ডারগাও ইউপির সাবেক চেয়ারম্যান সর্বজনাব আব্দুল ওয়াহিদ ,হাফিজ আমিন উদ্দিন, আব্দুল মানিক মাষ্টার , শফিকুল ইসলাম মেম্বার, আব্দুল গফুর, সরিয়ত আলি সমাই, সমাজসেবক ওলিউর রহমান, মাওঃ আব্দুল হক, ডাঃ আব্দুছ সোবহান,জাবরুল আজাদ প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্তিত ছিলেন।পরে শ্রীপুর বাজার মসজিদের ইমান নুরুজ্জামান খান সাহেব মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

শেয়ার করুন

0 Comments: