শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

দোয়ারার শ্যামলবাজারে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শ্যামল বাজারে র‌্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । আটককৃত ব্যবসায়ী হচ্ছেন মোঃ সুমন মিয়া (২৮)। তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ভোলগঞ্জ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। ৪ঠা নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা জেলার দোয়ারাবাজার উপজেলা মান্নারগাঁও ইউনিয়নের শ্যামল বাজার থেকে গাজাঁসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানায় অর্থের বিনিময়ে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। সে মাদকের পাইকারী ও খুচরা ব্যবসায়ী। উক্ত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাকে গ্রেফতার করার স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। তাকে দোয়ারা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান কেযোন ধরনের অপরাধ দমনে র‌্যাব সদস্যরা সক্রিয় রয়েছে।

শেয়ার করুন

0 Comments: