এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে নানা সমস্যার বোঝা মাথায় নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
বাংলাবাজার ইউনিয়নের উত্তর জনপদের পল্লীর নিভৃতে অবস্থিত ঐতিহ্যবাহী এ মাদ্রাসাটি ১৯৭৩ সালের এক জানুয়ারি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি প্রায় প্রতি বছর দাখিল, জেডিসি ও ইবতেদায়ী পরীক্ষায় শত ভাগ সহ জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করে আসছে।
কিন্তু ফলাফল সন্তোষ জনক হলেও একাডেমিক ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় দারুন ভাবে ব্যহত হচ্ছে।
অপরদিকে নেই স্বাস্থ্য সম্মত টয়লেট। ছেলে শিক্ষার্থীরা যেখানে সেখানে প্রকৃতির কাজ সারতে পারলেও মেয়ে শিক্ষার্থীরা লজ্জায় সমস্যায় ভুগছে বহুদিন ধরে।শরীরচর্চা শিক্ষকের পদটি অনেকদিন যাবৎ শুন্য রয়েছে।
মাদ্রাসার সুপার এটি এম শামছুদ্দিন প্রতিবেদক কে জানান, বর্তমানে ১৬ জন শিক্ষক কর্মচারী রয়েছে, প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। একটি একাডেমিক ভবন না থাকায় আমরা অতিকষ্টে শিক্ষার্থীদের লেখাপড়া কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ মাদ্রাসায় জরুরি ভিত্তিতে একটি একাডেমীক ভবন, শৌচাগার ও কিছু আসবাবপত্র সময়ের দাবিতে পরিনত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা প্রতিবেদক কে জানান, মাদ্রাসায় কিছু বিদ্যমান সমস্যা রয়েছে। আমাদের প্রিয় নেতা, ছাতক-দোয়ারার উন্নয়নের রূপকার জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের মাধ্যমে এ মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ,ছাত্রছাত্রীদের জন্যে আলাদা টয়লেট ও রাস্তা পাকাকরণসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
এদিকে স্থানীয় এলাকার লোকজন স্থানীয় হকনগর বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ওই মাদ্রাসার একটি একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের জন্যে পৃথক পৃথক টয়লেট নির্মাণের জোর দাবি জানিয়েছেন
খবর বিভাগঃ
dowarabazar
upazila-news
0 Comments: