এম এ মোতালিব ভুঁইয়া :
০৬ নভেম্বর সোমবার রাত ১২:০১ মিনিটের সময় মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টে সানি আহমেদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটেন বন্ধু মহল। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় অবস্থানরত সিলেটের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।
এই সময় "ছাতক প্রবাসী কল্যাণ পরিষদ মালয়েশিয়ার" সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল হক তানভীর মালয়েশিয়া থেকে চলে যাওয়ায় সৃষ্ট শুন্য পদে পরিষদের কার্যনির্বাহী নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সানি আহমেদকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়।
এতে পরিষদের অর্থ-সম্পাদক জুবায়ের আহমেদ পরিষদের পক্ষথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পরিশেষে সানি আহমেদের দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করে পরিষদের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক রুহুল আল-আমিন আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদের নিষ্ঠা, সততা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে "ছাতক প্রবাসী কল্যণ পরিষদ, মালয়েশিয়া" অনেকদূর এগিয়ে যাবে।
খবর বিভাগঃ
chhatak
upazila-news
0 Comments: