রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

সুনামগঞ্জের সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযানে ভারতীয় গরু ও কয়লা আটক

এম এ মোতালিব ভুঁইয়া: ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ কর্তৃক পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে ১,১৪,৭০০/- টাকা মূল্যের ১,৯০০ কেজি কয়লা এবং ০৩টি গরু আটক। ১। লাউরগড় বিওপি হাবিলদার মোঃ ফিরোজ খাঁন এর নেতৃত্বে একটি টহল দল ০৪ নভেম্বর ২০১৭ তারিখ ১৯০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী হতে ১,৯০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার মূল্য ২৪,৭০০/- টাকা (ছবি সংযুক্ত)। ২। বনগাঁও বিওপি হাবিলদার মোঃ আঃ হালিম এর নেতৃত্বে একটি টহল দল ০৪ নভেম্বর ২০১৭ তারিখ ১৮০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২১৬ এর নিকট হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩৫,০০০/- টাকা (ছবি সংযুক্ত)। ৩। আশাউড়া বিওপি হাবিলদার মোঃ আজাহার আলী মঞ্জু এর নেতৃত্বে একটি টহল দল ০৪ নভেম্বর ২০১৭ তারিখ ২০৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২২/১৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আশাউড়া নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা (ছবি সংযুক্ত)। ৪। চাঁনপুর বিওপি নায়েব সুবেদার মোঃ মানিক মিয়া এর নেতৃত্বে একটি টহল দল ০৪ নভেম্বর ২০১৭ তারিখ ১৪০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০২/১০-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারেকটিলা নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২৫,০০০/- টাকা (ছবি সংযুক্ত)। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় কয়লা এবং গরু ফেলে পালিয়ে যায় এবং পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত/মালিকবিহীন অবস্থায় বর্ণিত কয়লা এবং গরু আটক করে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানি রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গরু ও কয়লা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

শেয়ার করুন

0 Comments: