বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

দোয়ারাবাজারে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন

এম এ মোতালিব ভুঁইয়া : দোয়ারাবাজারে ফসল হারা কৃষকদের মধ্যে রাসায়নিক সার,বীজ সহ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্ভধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেগম কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা আসনের বর্তমান সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি,বিশেষ অতিথি দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, কৃষিবিদ জাহেদুল হক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,এনামুল হক উপজেলা কৃষি অফিসার, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী বাংলাবাজার ইইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা হাওর পাড়ের কৃষকদের ফসল হারানোর জন্য সমবেদনা প্রকাশ করে এবং পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে তাদেরকে কৃষি সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করে। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার হচ্ছে কৃষকের সরকার, এই সরকার কৃষকদের পাশে সবসময় থেকেছে এবং থাকবে। কৃষকদের যে কোন সমস্যায় এই সরকার সহযোগীতা করবে। তিনি আরো বলেন হাওর পাড়ের মানুষ হচ্ছে খাটি সোনার ন্যায় তারা এখানে সোনা ফলায় আর সারা দেশের মানুষ তা ভোগ করে

শেয়ার করুন

0 Comments: