বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

জগন্নাথপুরের দুই কৃর্তি শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড উর্ত্তীণ..

এম এ মোতালিব ভুঁইয়া : জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থশ্রেণির ছাত্র মোঃ রফিকুল ইসলাম ও একই ক্লাসের ছাত্রী নুসরাত জাহান নুরী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাথমিক (লিখিত ও সাতার) প্রতিযোগিতায় উর্ত্তীণ হয়েছে। গত পহেলা নভেম্বর বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতর হতে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাথমিক (লিখিত ও সাতার ) ফলাফল ২০১৭ প্রকাশিত হয়। উক্ত ফলাফলে জানা যায়, সুনামগঞ্জ জেলার মধ্যে শুধু মাত্র উপরোক্ত এই দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের প্রাথমিক (লিখিত ও সাতার) প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। ছিরামিশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, এই দুই শিক্ষার্থী শুধু আমাদের বিদ্যালয়ের গর্বই নয়, তারা সুনামগঞ্জ জেলাবাসীর গর্ব। আমি তাদের মঙ্গল কামনা করি। এবং তাদের মৌখিক পরীক্ষার জন্য সকলের প্রতি দোয়ার আবেদন করছি। উক্ত দুই শিক্ষার্থী এ প্রতিনিধিকে বলেন, আমাদের বিদ্যালয়ের স্যার ও ম্যাডামদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এতো দূর যেতে পেরেছি। আর আমাদের মৌখিক পরীক্ষার জন্য সকলের প্রতি দোয়া কামনা করছি। যাতে আমরা সুনামগঞ্জ জেলার সুনাম বয়ে আনতে পারি।

শেয়ার করুন

0 Comments: