Previous
রাজনীতি
Next

সর্বশেষ

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব 'অধ্যয়ন' করছে হামাস, 'লাল রেখা' নিরস্ত্রীকরণের দাবি

ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব 'অধ্যয়ন' করছে হামাস, 'লাল রেখা' নিরস্ত্রীকরণের দাবি


 গাজায় নতুন করে যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি বন্ধের জন্য আলোচনা অচলাবস্থার মুখে পড়েছে বলে মনে হচ্ছে, ইসরায়েল তাদের সর্বশেষ প্রস্তাবে হামাসকে নিরস্ত্র করার জন্য নতুন দাবি জানিয়েছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা সাময়িকভাবে বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে মৃতের সংখ্যা দ্রুত কমপক্ষে ৫১,০০০ এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে।


সোমবার ইসরায়েল মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের কাছে তাদের সর্বশেষ প্রস্তাব জারি করেছে, যেখানে গাজায় আটক ১১ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে।


হামাস এক বিবৃতিতে বলেছে যে তারা সর্বশেষ ইসরায়েলি প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং "যত তাড়াতাড়ি সম্ভব" সাড়া দেবে।


হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের আগে আল জাজিরাকে বলেছিলেন যে হামাস নিরস্ত্র করার কোনও দাবি মেনে নেবে না, তিনি বলেছিলেন যে "যতক্ষণ দখলদারিত্ব থাকবে, ততক্ষণ প্রতিরোধ অব্যাহত থাকবে"।


"হামাসকে নিরস্ত্র করার অনুরোধ শুনতেও গ্রহণযোগ্য নয়। এটি কেবল একটি লাল রেখা নয়, এটি লক্ষ লক্ষ লাল রেখা," আবু জুহরি বলেন। “সকলেরই বোঝা উচিত যে এটি একটি স্বপ্ন – দিবাস্বপ্ন। এটি অর্জন করা সম্ভব নয়।”


হামাস জোর দিয়ে বলেছে যে ইসরায়েল যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজা থেকে তার বাহিনী প্রত্যাহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিময়ে, তারা "এক দলে" অবশিষ্ট সমস্ত বন্দীকে হস্তান্তরের প্রস্তাব দিয়েছে।


আল জাজিরার সংবাদদাতা নুর ওদেহ বলেছেন যে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের পরিকল্পনা প্রকাশ্যে প্রকাশ করার পর হামাসের নিরস্ত্রীকরণের দাবি সম্ভবত অপ্রাসঙ্গিক ছিল।

গাজায় ইসরায়েলের ১৭ জন নিহত, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

গাজায় ইসরায়েলের ১৭ জন নিহত, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

 




হামাস ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে এবং "যত তাড়াতাড়ি সম্ভব" সাড়া দেবে কারণ আন্দোলনের মুখপাত্র সামি আবু জুহরি আল জাজিরাকে বলেছেন যে "হামাসকে নিরস্ত্র করার অনুরোধ শোনার জন্যও গ্রহণযোগ্য নয়"।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৯ জন আহত হয়েছে।


মন্ত্রণালয় জানিয়েছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫১,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১,১৬,৩৪৩ জন আহত হয়েছে।


সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০-এরও বেশি বলে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।


তথ্যসূত্র:  aljazeera

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির কর্মীসভা

 


শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে কর্মী সভা করেছে ৬নং ওয়ার্ড বিএনপি। বৃহস্পতিবার রাত ৯টায় ইউনিয়নের রনসী গ্রামে, বিএনপি নেতা আজাদ মিয়ার বাড়িতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ আলী। যুবদল নেতা আবু জাফরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

 

কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম-আহবায়ক রওশন খান সাগর, সাবেক সহ-সভাপতি আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, বিএনপি নেতা শাহ আলম ও উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য এহিয়া পারভেজ।

 

এসময় পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির নেতা ফারুক মিয়া, আজাদ মিয়া,  শানুর আলী, আবুল হোসেন, মকবুল হোসেন, রুকন মিয়া, আবদুল খালেক, শাহ হোসেন, মিজাজুল মিয়া, আশরাফুল ইসলাম, তাজ উদ্দিন, মাস্টার হাসির উদ্দিন, আবদুর রউফ, মনির মিয়া, সালেহ আহমদ, সাবুল মিয়া, রাকিব মিয়া, উপজেলা ওলামা দল নেতা শাহিন মিয়া, জেলা প্রজন্মদলেন সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, ছাত্রদল নেতা খসরু মিয়া, মারুফ হোসেন, নেছার আলম, শাহীন আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

অষ্টম শ্রেণি – ইংরেজি | Change sentences (1-6)

অষ্টম শ্রেণি – ইংরেজি | Change sentences (1-6)


Change sentences

1.

a. We are proud of our freedom fighters (Interrogative).

b. Their contribution will never be forgotten (Affirmative).

c. Their sacrifice is greater than any other thing (Positive).

d. But today they lead a very miserable life (Exclamatory).

e. We should take proper steps to improve their condition (Imperative).

Answer:

a. Aren’t we proud of our freedom fighters?

b. Their contribution will ever be remembered.

c. No other thing is as great as their sacrifice.

d. But what a miserable life they lead today!

e. Let us take proper steps to improve their condition.

2.

a. Mr. Mahmud is an honest man (Negative).

b. He never tells a lie (Passive).

c. His son is the best boy in the class (Positive).

d. Mrs. Mahmud is an excellent lady (Exclamatory).

e. Mr. Mahmud is always punctual (Negative).

Answer:

a. Mr. Mahmud is not a dishonest man.

b. A lie is never told by him.

c. No other boy in the class is so good as his son.

d. What an excellent lady Mrs Mahmud is!

e. Mr. Mahmud is never late.

3.

a. Reshma Begum is one of the best teachers in the district (Comparative).

b. What a famous doctor her husband is! (Interrogative).

c. He will shine in life (Optative).

d. They never tell a lie (Passive).

e. Their only daughter dances very nicely (Exclamatory).

Answer:

a. Reshma Begum is better than most other teachers in the district.

b. Isn’t her husband a very famous doctor?

c. May he shine in life.

d. A lie is never told by them.

e. How nicely their only daughter dances!

4.

a. Mr. Jahir is a strong man (Negative).

b. It is a matter of surprise that he was a dangerous fighter in his youth (Exclamatory).

c. He was the best boxer in Bangladesh (Positive).

d. His grandson is not less strong than he (Affirmative).

e. The boy is always honest (Negative).

Answer:

a. Mr. Jahir is not a weak man.

b. What a dangerous fighter he was in his youth!

c. No other boxer in Bangladesh was so good as he.

d. His grandson is as strong as he.

e. The boy is never dishonest.


5.

a. Abir is better than most other men in the village (Positive).

b. He loves all his friends (Negative).

c. He performs his tasks very efficiently (Exclamatory).

d. He is always grateful to his parents (Negative).

e. His son prefers only toys (Passive).

Answer:

a. Very few men in the village are so good as Abir.

b. He does not hate any of his friends.

c. How efficiently he performs his tasks!

d. He is never ungrateful to his parents.

e. Only toys are preferred by his son.

6.

a. Morshed is one of the wisest men in the village (Comparative).

b. Nobody is his enemy (Affirmative).

c. He speaks so softly (Exclamatory).

d. We should help him in his work (Passive).

e. We wish that he will succeed in life (Optative).

Answer:

a. Morshed is wiser than most other men in the village.

b. Everybody is his friend.

c. How softly he speaks!

d. He should be helped by us in his work.

e. May he succeed in life.

মো. জসিম উদ্দীন বিশ্বাস, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে ফল জানবেন, জানতে বিস্তারিত দেখুন

বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে ফল জানবেন, জানতে বিস্তারিত দেখুন


 ২০২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে থেকে লটারির ফল প্রকাশ করবেন।

মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ও এই ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে।

গতকাল সোমবার দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়।

এই দুই ধরনের মোট ৩ হাজার ৩৯২ শিক্ষাপ্রতিষ্ঠান এবার লটারি কার্যক্রমে যুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয় এ ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে। মোট ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গ্রহণ করা হয়েছে।


এর মধ্যে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হয়। সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ৬ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। আর বেসরকারি বিদ্যালয়গুলোতে আসন আছে ৯ লাখ ২৫ হাজার ৬৬টি। এগুলোর জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

70,000 teachers of NTRCA are waiting for permission from the recruitment ministry

70,000 teachers of NTRCA are waiting for permission from the recruitment ministry


 The verification of the list of vacant posts from various private educational institutions under the purview of the Private Teachers Registration and Certification Authority (NTRCA) has been completed. Now anytime NTRCA can issue public notification for this teacher recruitment. This will be the fourth recruitment circular or public notice. However, this recruitment notification is awaiting permission from the Ministry of Education. NTRCA will issue its notification at any time if the Ministry approves.


Chairman of NTRCA said. Enamul Quader Khan told Prothom Alo, 'After checking three institutions, we got the list of vacant posts. These can be further sorted. Apart from this, a letter has been sent to the Ministry of Education seeking permission to issue public notices. But the permission of the ministry has not yet been received. Necessary action will be taken in this regard after receiving the letter of approval.

According to NTRCA sources, NTRCA had invited the list of vacancies from private and technical schools, colleges and madrasas. The work is done online. After receiving the list of vacancies available online, the three institutions are requested to verify that the list is correct or not.

Among these institutions, the Directorate of Secondary and Higher Education (MAUSHI) works to verify the list of vacancies in private schools and colleges. Directorate of Madrasa Education and Directorate of Technical Education scrutinize the list of vacant posts of teachers in their respective institutions.


An officer associated with teacher recruitment in NTRCA told Prothom Alo that there are several mistakes in the list of vacant posts that they initially receive from various educational institutions. For example, there is no need for Bengali subject teachers in any institution, but Bengali teachers are wanted. Another institution needs three teachers, they applied for five teachers. Again, there are no vacant posts, such institutes are looking for teachers. NTRCA struggles to verify these issues immediately. Again, many people make mistakes in filling the information online. For this, the respective departments have been asked to verify the information obtained initially. It facilitates coordination.


According to NTRCA recruitment wing, verified list from three institutes has reached NTRCA. When asked about the list of vacant posts of Madrasah Directorate, Mohammad Shamsuzzaman, Deputy Director of Madrasah Education Directorate, told Prothom Alo, 'NTRCA sent us the recruitment information of 37 thousand 664 teachers. After verification, names of 1 thousand 102 people were excluded due to mismatch of information or other reasons. The list of names of 36 thousand 562 people has been sent for recruitment.

Maushi worked to verify the list of vacancies in private schools and colleges last week. Then send the list of vacancies to NTRCA. After checking there, an official of Maushi's recruitment department said that there are 32 thousand 500 posts in schools and colleges, the list of which has been sent to NTRCA.


According to the Directorate of Technical Education, they received a list of 1,000 posts, out of which about 1,000 posts were specified and sent to NTRCA.


When asked how many posts have been found in schools, colleges, madrasas and technical institutes, a senior officer of NTRCA said that 70 thousand 95 vacancies have been found in all. There is scope for further verification of these.


Online application, reduced fee

After publication of NTRCA notification, application fee is charged in two installments. One is to get the certificate. For this, 350 rupees is charged at the beginning of the application. Another is the time to apply to the institution of choice after passing the exam and getting the certificate. At that time, each educational institution used to charge a fee of 100 taka for application. Job seekers could apply to as many educational institutions as they wanted. If someone applied to 50 institutions, he had to pay five thousand rupees.

However, this time after getting the NTRCA certificate, some changes have been recommended in the application rules to the educational institutions of the job seekers' choice. Accordingly, a candidate can apply to a maximum of 40 educational institutions after getting the certificate. In the previous rule, he was supposed to spend four thousand rupees for this.


But this time it has been proposed to reduce it to 1000 rupees. It does not end here. At the bottom of the application, it will be written 'If you do not get an opportunity in the 40 institutions of your choice, if you get a job opportunity in another institution based on merit, then will you join?' There the candidate can select 'yes' or 'no'.


In this regard, an official of the NTRCA recruitment wing said that this is the first time that candidates are getting an opportunity to select 40 educational institutions of their choice online to reduce the cost of job seekers. If there is no opportunity in these institutions, job opportunities are being kept in other institutions. These rules can be implemented only after getting the approval of the ministry.


The Bangladesh Teachers' Forum, a teachers' organization that received the NTRCA's recommendation, welcomed the new rule.

সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

এইচএসসি রেজাল্ট ২০২১-২০২২ দেখার নিয়ম জেনে নিন (HSC ফলাফল 2022)

এইচএসসি রেজাল্ট ২০২১-২০২২ দেখার নিয়ম জেনে নিন (HSC ফলাফল 2022)

এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীট নাম্বার সহ দেখুন এখান থেকে

2021 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল 2022 সালে প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের নাম্বার সহ এইচএসসি ফলাফল দেখে নেওয়ার নিয়ম সম্পর্কিত পোস্ট আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আপনি যদি 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন এবং কোন ভাবে আপনার এই পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং নম্বরের যোগফল দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে আমাদের ওয়েবসাইটের এই পোস্ট অনুসরণ করবেন এবং এখান থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নাম্বার সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখে নেবেন।

তাছাড়া শিক্ষার্থীদের আজকে আমাদের এখানে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যার মাধ্যমে আপনারা অনলাইন এর মার্কশিট কিভাবে ডাউনলোড করতে হয় তা জানতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন আমাদের ওয়েবসাইটের নিচের দিকে যাই এবং সেখান থেকে এইচএসসি পরীক্ষার ফলাফল তো গতিতে সংগ্রহ করার নিয়ম এবং মার্কশিট ডাউনলোড করার সঠিক পদ্ধতি জেনে নিই।

কিভাবে HSC রেজাল্ট ২০২১ চেক করবেন

যে সকল শিক্ষার্থী ভাই-বোনদেরকে হ্যান্ডসেট ব্যবহার করার পরেও এইচএসসি ফলাফল দেখে নেওয়ার নিয়ম জানেন না, তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে এই নিয়ম জানতে পারবেন এবং এখানকার এই নিয়ম আপনারা সব সময় অনুসরণ করে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। তাই ফলাফল দেখতে হলে আপনাকে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশন অন করে যে কোন ব্রাউজার থেকে educationbordresult.com ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গেলেই আপনাদের সামনে যে হোম পেজ আসবে সেখানে ফলাফল দেখে নেবার জন্য এইচএসসি পরীক্ষা সংক্রান্ত শিক্ষার্থীর তথ্য ইনপুট করতে হবে।

এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার নাম, শিক্ষা বোর্ডের নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যথাযথভাবে এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করলেই ফলাফল প্রদর্শিত হবে। তবে অনেক সময় একই সঙ্গে অনেক জন শিক্ষার্থী এই ফলাফল দেখে বলে সার্ভারে কিছুটা প্রবলেম হয়ে থাকে এবং এক্ষেত্রে অনেক বার চেষ্টা করার পরেও ফলাফল দেখে নেওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা একই নিয়ম অনুসরণ করে পরবর্তীতে আবার চেষ্টা করুন।


নাম্বারসহ মার্কশিট ডাউনলোড করার নিয়ম

উপরের উল্লেখিত ওয়েবসাইটে আপনারা এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারলেও নম্বরসহ মার্কশীট ডাউনলোড করার নিয়ম সেই ওয়েব সাইটে পাবেন না অথবা সেখান থেকে আপনারা এ ধরনের কাজ করতে পারবেন না। তাই নাম্বার সহ মার্কশিট ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে অন্য একটি সাইটে যেতে হবে এবং এই সাইটের এ্যাড্রেস হলো eboardresult.com। এই সাইটে যাওয়ার পরে আপনারা এডুকেশন বোর্ড রেজাল্ট এর অফিশিয়াল ওয়েবসাইট এর মত সকল ধরনের তথ্য সঠিকভাবে পূরণ করবেন এবং এখানে বিভিন্ন ধরনের ফলাফল প্রদর্শন করা হয় বলে আপনাদেরকে রেজাল্ট টাইপ অপশনে যেতে হবে।


তাহলে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেস থেকে আপনি যেহেতু একজন শিক্ষার্থীর ফলাফল দেখবেন তাই আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট এর উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে দুইটি ফাঁকা ঘর চলে আসবে এবং একটি ফাঁকা ঘরে শিক্ষার্থীর রোল নাম্বার এবং অন্য ফাঁকা করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিচের দেওয়া আবছা চার ডিজিটের সংখ্যা ফাঁকা ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে পরবর্তী পেজে শিক্ষার্থীর ফলাফল প্রদর্শন হবে এবং নিচে আপনারা এই অনলাইন মার্কশিট প্রিন্ট অপশনে ক্লিক করার মাধ্যমে মোবাইল ফোনে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখুন

যাদের হাতে ইন্টারনেট কানেকশনের অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নেই অথবা কম্পিউটার অপারেটর এর দোকান অনেক দূরে তারা ঘরে বসেই এসএমএসের মাধ্যমে ফলাফল চেক করতে পারবেন। এক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে সকল এসএমএস ইংরেজিতে টাইপ করবেন এবং আপনার পরীক্ষার নাম ইংরেজিতে লিখুন। তারপরে আপনার শিক্ষা বোর্ডের নাম অনুসারে ইংরেজি স্পেলিং এ প্রথম তিন অক্ষর লিখুন। তারপরে শিক্ষার্থীর ছয় ডিজিটের রোল নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে দিন। তাহলেই একটি এসএমএস কিছুক্ষনের মধ্যেই সেই নাম্বারে চলে আসবে এবং এক্ষেত্রে আপনারা যেকোনো অপারেটর থেকে এসএমএস পাঠাতে পারেন।




বুধবার, ৬ মার্চ, ২০১৯

সলুকাবাদ ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শন

সলুকাবাদ ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শন

অদ্য ০৬-০৩-২০১৯ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, ইউএনডিপি, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ব্লাস্ট কর্তৃক বাস্তবায়ীত গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের গ্রাম আদালত কাযর্ক্রম ইউপি চেয়াম্যান ও গ্রাম আদালত সহকারীর উপস্থিতিতে পরিদর্শন করেন সমাজেসবা কর্মকর্তা জনাব মোঃ গিয়াস উদ্দিন, বিশ্বম্ভরপুর। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেল সমন্বয়কারী মোঃ ফজলুল করিম,ইউপি সচিব টিটু রঞ্জন দাস, ১নং সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছাঃ মনোয়ারা।
পরিদর্শনকালে নথি পত্র, রেজিস্টার সমূহ পর্যবেক্ষন করেন ও কার্যক্রম সন্তুসজনক প্রকাশ করেন।
গ্রাম আদালতে সাধারণ মানুষ সঠিক বিচার পাচ্ছে। এ আদালত চলমান থাকলে উচ্চ আদালতে মামলার জট কমে যাবে। সুবিধা বঞ্চিত মানুষ আল্প সময় সল্প খরচে সঠিক বিচার পাবে ইউপি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ কালে এ কথা বলেন।

শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

জামালগঞ্জে এমপি রতনের পরিবর্তনের দাবিতে কর্মীসভা,

জামালগঞ্জে এমপি রতনের পরিবর্তনের দাবিতে কর্মীসভা,

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পরিবর্তনের দাবিতে আ.লীগের কর্মীসভায় এক মঞ্চে ছয় মনোনয়নপ্রত্যাশী।
মনোনয়নপ্রত্যাশীরা হলেন, এ আসন থেকে দুই বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল, জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাবেক চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত আব্দুল হেকিম চৌধুরীর জৈষ্ঠ্য পুত্র ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের মানব বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন তালুকদার ভানু।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন এ আসনে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সবক’টি ইউনিয়নের তৃনমূলের ত্যাগী ও পরিক্ষীত নেতা-কর্মীদেরকে মূল্যায়ন না করে নানানভাবে হয়রানী ও কোণঠাঁসা করে রেখেছেন, এবং তিনি এলাকায় বিএনপি-জামাতের লোকজন দিয়ে আলাদা একটি রতনলীগ তৈরী করে এলাকার সকল কার্যক্রম তাদেরকে দিয়েই পরিচালনা করে আসছেন।
আর এরই লক্ষে গত প্রায় ১ বছর আগে থেকেই এ তিনটি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ হয়ে বিভিন্ন সভা সমাবেশে এ দাবি জানিয়ে আসার পর থেকেই এমপি রতনকে পরিবর্তনের দাবিটি এ আসনে জোরালো হয়ে উঠে।
তৃনমূলের এ দাবির সাথে একাত্বতা ঘোষণা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের আওয়ামীলীগের ওই ছয় মনোনয়নপ্রত্যাশী এবং তাঁরাও গত প্রায় ২০-২৫ দিন ধরে এমপি রতনের পরিবর্তনের দাবিতে প্রায় প্রতিদিনই দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে একই মঞ্চে বিভিন্ন ইউনিয়নে কর্মী সমাবেশ করে যাচ্ছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে এমপি রতনের পরিবর্তন ও নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ সব কর্মী সমাবেশের আয়োজন করে যাচ্ছেন তাঁরা।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় জামালগঞ্জ সদর উত্তর ইউনিয়ন  স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মমিনপুর বাজার মাঠে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রবীন নেতা মো. জাহেদ আলীর সভাপতিত্বে ও
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. হেলাল আহম্মদ জয়ের সঞ্চালনায় অনুষ্টিত এ কর্মী সমাবেশে ওই ছয় মনোনয়নপ্রত্যাশী ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি আলমগীর কবির, সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, তফাজ্জল হোসেন সানু মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, সহ সভাপতি ওয়ালী উল্লাহ্,উপজেলা আ.লীগ নেতা এমদাদুল হক, হাবিবুল্লাহ তালুকদার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান এমপি রতন কিংবা তার পরিবার কোনো দিন আ.লীগ করেন নাই। তাই আমরা আগামী নির্বাচনে এ আসনে মোয়াজ্জেম হোসেন রতনকে পরিবর্তন না করা পর্যন্ত আমাদের দলীয় এ সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী নির্বাচনে এ আসনে রতন ছাড়া যাকেই নৌকা প্রতীক দেওয়া হয় আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে পর্ণোবাহী কম্পিউটারসহ আটক ৭

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে পর্ণোবাহী কম্পিউটারসহ আটক ৭

এম এ মোতালিব ভুঁইয়া: গতকাল দৈনিক হাওরাঞ্চলের কথাসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজে, যুবসমাজ ধ্বংসের পথে:দোয়ারাবাজারে প্রকাশ্যেই চলছে মোবাইলে পর্নোগ্রাফি ডাউন লোডের ব্যবসা খবর প্রকাশের জের ধরে বুধবার দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস এর নেতৃত্বে বিশেষ  অভিযানে নীল ছবি সম্বলিত ৫টি কম্পিউটার,১টি ল্যাবটব, ২টি হারডডিক্সসহ ৭জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।আটককৃতরা হলেন উপজেলার নরসিংপুর বাজারের ব্যবসায়ী রউফ ট্রেডাসের মালিক সোনাইত্যা গ্রামের আব্দুর রহিমের পুত্র আব্দুর রউফ(২৩),রহিমের পাড়া নিবাসী মৃত সেকান্দর আলীর পুত্র রবিউল ইসলাম (২২),আরিফ টেলিকমের মালিক নরসিংপুর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের পুত্র ফরহাদ আলম(২৮),মাদার টেলিকমের মালিক কালাপুশী গ্রামের সফিকুল ইসলামের পুত্র কামরুল ইসলাম(২৩),নোমান টেলিকমের মালিক নরসিংপুর গ্রামের আব্দুল হকের পুত্র তোফাজ্জল হক লিমন(২৩),হারুন টেলিকমের মালিক দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র হারুন মিয়া(২২),ছাতক উপজেলার নোয়ারাই ইসলামপুর গ্রামের আব্দুল মোতালিবের পুত্র মো:মারুফ (২৬) । জানা যায়,
দোয়ারাবাজারে মোবাইলে মেমোরি ডাউন লোডের দোকানগুলোতে প্রকাশ্যেই চলছে পর্নোগ্রাফি ডাউন লোডের ব্যবসা। যে কারণে স্কুল কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সের সন্তানদের নিয়ে বেকায়দায় পড়েছে অভিভাবক মহল। দেশের অবৈধ এ পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিও চিত্র মোবাইলের মেমোরিতে ধারণ ও বিপনণ ব্যবসা প্রতিহত করার লক্ষ্যে  একটি আইন থাকলেও সরকারের প্রনীত এ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উপজেলার কম্পিউটারের দোকান থেকে দেদাচ্ছে চালানো হচ্ছে অবৈধ অশ্লীল ভিডিও চিত্রের লোড কার্যক্রম। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজার, বাংলাবাজার,
বগুলাবাজার,মহব্বতপুর বাজার,পশ্চিম বাংলাবাজার,চকবাজার,টেংরাবাজার,টেবলাইবাজার,বালিউড়াবাজার,চাইরগাও বাজার,নাছিমপুর বাজার,আমবাড়ী বাজার,শ্রীপুরপান্ডারগাও নতুন বাজার,মঙ্গল পুর বাজার,দোহালিয়া বাজারসহ প্রায় বাজার, রাস্থার মোড়ে গড়ে উঠেছে  কম্পিউটারে মেমোরি ডাউন লোডের  দোকান। যেখানে উচ্চ শব্দে গান বাজানোর ফলে শব্দ দুষনে সুধী সমাজের যাতায়াতে প্রতিনিয়ত বিরম্বনায় পড়তে হয়। অনুসন্ধানে জানা গেছে উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকানে দিন রাত প্রকাশ্যেই মেমোরি লোড ও সিডি,ডিভিডি রাইটিং কর্মকান্ডের মাধ্যমে সমাজের জন্য ক্ষতিকর নীল ছবির জমজমাট ব্যবসা চলছে।
মাত্র ১০/১৫ টাকার বিনিময়ে খুব সহজেই এসব পর্নো ছবি লোড করতে পারায় দোকান গুলোতে উঠতি বয়সের যুবক ও ছাত্রদের ভীড় লেগেই থাকে।ফলে সমাজের স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ মোবাইলের মধ্যে পর্নো ছবি লোড করে দেখছে। যার ফলে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বিপথগামী হচ্ছে। অপরদিকে স্কুল চলাকালে বিভিন্ন বাজারে কম্পিউটার দোকানগুলোতে নীল ছবি দেখানো হচ্ছে। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পর্নোগ্রাফির দিকে আসক্ত হচ্ছে।উপজেলার সচেতন অভিভাবকগণ মনে করছেন অবৈধ এ পর্নো ছবি ব্যবসার ব্যবহৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর সকল কম্পিউটার প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে জব্দ ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। নয়তো দিনে দিনে ধ্বংস হয়ে যাবে তাদের সন্তানদের জীবন।
তারই প্রেক্ষিতে  গতকাল বুধবার দৈনিক হাওরাঞ্চলের কথাসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজের প্রেক্ষিত্বে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস এর নেতৃত্বে  উপজেলার নরসিংপুর বাজারে  অভিযান  পরিচালনা করেন। এ সময় অবৈধ নীলছবি সম্বলিত ৫টি কম্পিউটার, ২টি হারডডিক্স,১টি ল্যাবটব সহ ৭জনকে আটক করা হয়েছে। অভিযানে  দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস,এসআই রাজিব দত্ত,হাবিবুর রহমান,মঞ্জুরুল হক,ডিএসবি এসআই  বদরুল আলম, এএসআই শিবলু মজুমদার, আব্দুর রাজ্জাক।

এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন পত্রিকায় খবর পেয়ে উপজেলার নরসিংপুর বাজারে অভিযান চালিয়ে নীলছবি সম্বলিত কম্পিউটার ল্যাবটব,হারডডিক্স সহ ৭জনকে আটক করেছি তাদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।