সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পরিবর্তনের দাবিতে আ.লীগের কর্মীসভায় এক মঞ্চে ছয় মনোনয়নপ্রত্যাশী।মনোনয়নপ্রত্যাশীরা হলেন, এ আসন থেকে দুই বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল, জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাবেক চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত আব্দুল হেকিম চৌধুরীর জৈষ্ঠ্য পুত্র ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের মানব বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন তালুকদার ভানু।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন এ আসনে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সবক’টি ইউনিয়নের তৃনমূলের ত্যাগী ও পরিক্ষীত নেতা-কর্মীদেরকে মূল্যায়ন না করে নানানভাবে হয়রানী ও কোণঠাঁসা করে রেখেছেন, এবং তিনি এলাকায় বিএনপি-জামাতের লোকজন দিয়ে আলাদা একটি রতনলীগ তৈরী করে এলাকার সকল কার্যক্রম তাদেরকে দিয়েই পরিচালনা করে আসছেন।
আর এরই লক্ষে গত প্রায় ১ বছর আগে থেকেই এ তিনটি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ হয়ে বিভিন্ন সভা সমাবেশে এ দাবি জানিয়ে আসার পর থেকেই এমপি রতনকে পরিবর্তনের দাবিটি এ আসনে জোরালো হয়ে উঠে।
তৃনমূলের এ দাবির সাথে একাত্বতা ঘোষণা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের আওয়ামীলীগের ওই ছয় মনোনয়নপ্রত্যাশী এবং তাঁরাও গত প্রায় ২০-২৫ দিন ধরে এমপি রতনের পরিবর্তনের দাবিতে প্রায় প্রতিদিনই দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে একই মঞ্চে বিভিন্ন ইউনিয়নে কর্মী সমাবেশ করে যাচ্ছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে এমপি রতনের পরিবর্তন ও নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ সব কর্মী সমাবেশের আয়োজন করে যাচ্ছেন তাঁরা।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় জামালগঞ্জ সদর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মমিনপুর বাজার মাঠে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রবীন নেতা মো. জাহেদ আলীর সভাপতিত্বে ও
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. হেলাল আহম্মদ জয়ের সঞ্চালনায় অনুষ্টিত এ কর্মী সমাবেশে ওই ছয় মনোনয়নপ্রত্যাশী ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি আলমগীর কবির, সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, তফাজ্জল হোসেন সানু মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, সহ সভাপতি ওয়ালী উল্লাহ্,উপজেলা আ.লীগ নেতা এমদাদুল হক, হাবিবুল্লাহ তালুকদার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান এমপি রতন কিংবা তার পরিবার কোনো দিন আ.লীগ করেন নাই। তাই আমরা আগামী নির্বাচনে এ আসনে মোয়াজ্জেম হোসেন রতনকে পরিবর্তন না করা পর্যন্ত আমাদের দলীয় এ সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী নির্বাচনে এ আসনে রতন ছাড়া যাকেই নৌকা প্রতীক দেওয়া হয় আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।
খবর বিভাগঃ
jamalganj
0 Comments: