রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ছাতকে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

এম এ মোতালিব ভুঁইয়া : ছাতকের ধারণবাজার এলাকায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। রোববার ৫নভেম্বর ধারণ বাজারে এলাকাবাসির দাবির প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বর্তমান সরকার শিক্ষার প্রতি আন্তরিক। এজন্যে সারা দেশের ন্যায় এ অঞ্চলের নারী শিার অগ্রগতির কথা চিন্তা করে এখানে একটি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপনের ঘোষণা পরিকল্পনা নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, উত্তর খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরজক আলী, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, আ’লীগ নেতা আকরাম আলী, খসরো মিয়া, মুহিবুল ইসলাম, আছকির আলী, আবুল মিয়া, আবুল খয়রাত, আব্দুস সামাদ, ছমরু মিয়া, সাকের রহমান বাবুল, ময়মুল হক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, মাহবুব আলম, জামিল আহমদ, শাহজাহান মিয়া, মজনু আহমদ, শুভ্র, মাজহারুল ইসলাম, হুছাইন , সাজ্জাদ, ইজ্জাদ প্রমুখ।

শেয়ার করুন

0 Comments: