এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলার বহুল কাঙ্খিত রাস্তার দরপত্র আহব্বান করা হয়েছে।
দোয়ারা বাজার থেকে টেবলাই বাজার হয়ে ব্রিটিশ পয়েন্ট থেকে বালিউরা বাজার খোদখালী ব্রিজ এই দোয়ারা উপজেলার অংশের রাস্তার কাজের জন্য ১৯ কোটি ৫৩ লক্ষ টাকার টেন্ডার আগামী ৬ ডিসেম্বর দরপত্র আহবান করেছেন।
অত্র অঞ্চলের মানুষের অনেক দিনের দাবি ছিল এই রাস্তাটির কাজ।।
দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক উপজেলার পক্ষ থেকে প্রধানমত্রী, স্থানীসরকার মন্ত্রী, এমপি,এলজিইডির সকল প্রকৌশলী গনকে ধন্যবাদ জানিয়েছন
খবর বিভাগঃ
dowarabazar
upazila-news
0 Comments: