জুয়েল আহমদ,জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুবিধা বঞ্চিত গ্রামীণ জনসাধারনের মধ্যে সৃষ্ট বিরোধ সহজে নিস্পতি ও বিচার ব্যবস্থায় প্রবেশাধীকার নিশ্চিত করনের লক্ষে বর্তমান সরকারের এই উদ্যোগের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলায় পাইলগাঁও আজ বৃহঃবার বেলা ২ ঘটিকায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক র্যালীর আয়োজন করা হয়।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদের নেতৃত্বে উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ২য় পর্যায় প্রকল্পের জগন্নাথপুর উপজেলা সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা মোছাঃ রুসনা আক্তার,মোছাঃ শরিফুল বিবি,সদস্য মোঃ আবু বকর মধু,মোঃ আলী হোসেন,ইউনিয়ন পরিষদের সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্ত,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা মোছাঃ এলাচি বিবি, মোছাঃ আম্বিয়া বেগম, মোছাঃ রোকসানা বেগম,অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ২য় পর্যায় প্রকল্পের পাইলগাঁও ইউনিয়নের সহকারী সচিব বিশ্বজিৎ রায়,সাংবাদিক মোঃ ফখরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহ আল বেলাল,রানীগঞ্জ ইউনিয়ন ও পাইলগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা দেলায়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইসমাঈল হোসাইন,সমাজ সেবক আব্দুল কাদির সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,স্কুলের ছাত্র বৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ র্যালীতে অংশ গ্রহণ করেন।
স্থানীয় সরকার বিভাগ ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এর যৌথ অর্থায়ানে দেশের ৮টি বিভাগে ২৭টি জেলায় ১২৮টি উপজেলায় ১০৮০ টি ইউনিয়নের ২০১৬/১৯ মেয়াদে বাংলাদেশ গ্রাম আদালত (২য় পর্যায়ে) প্রকল্প বাংলাদেশ লিগ্যোল এইড এন্ড সার্ভিসেস (ব্লাষ্ট) চট্রগ্রাম ও সিলেট বিভাগে সহযোগী সংস্থায় হিসেবে কাজ করছে।
খবর বিভাগঃ
jagannathpur
upazila-news
0 Comments: