এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের বাশতলা মৌলারপার গ্রামের বিশিষ্ট সমাজসেবক দানবীর আব্দুল হেকিম সাহেবের যানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ৯সেপ্টেম্বর সকাল ৯.০০টায় মৌলারপার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্টিত যানাজায় কলাউরা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,সমাজ সেবক ডা:এম এ মোতালিব ভুঁইয়া, ধন মিয়া মেম্বার, মহব্বত আলী মেম্বার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, হুমায়ুন মাষ্টার, মুজিবুর মাষ্টার,মোশারফ মজুমদার,ইয়াছিন বিল্লালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মি, শিক্ষক, ব্যবসায়িসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশ’ বছর। তিনি ৪পুত্র, ৫কন্যা, আÍীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যানাজায় আগতদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও মহুমের রুহের মাগফেরাত কামণায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন তার বড়ছেলে আব্দুর রাশিদ রাসু।যানাজায় ইমামতি করেন মাওলানা মজিবুর রহমান
খবর বিভাগঃ
dowarabazar
upazila-news
0 Comments: