শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

সাংবাদিকতা পেশা হচ্ছে সৎ এবং সততার উৎকৃষ্ট উপমা!

সাংবাদিকরা সমাজের অসঙ্গতি গুলো তুলে আনবেন সঠিক, যুক্তিযুক্ত ও উপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে।
 একজন সাংবাদিক যদি কোনো নির্দোষ ব্যাক্তিকে সামাজিক ভাবে হেয় করে তবে সেই সাংবাদিককে কেন খারাপ বলবে না???
সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণাদির ভিত্তিতে। আর সেই সংবাদ যদি সত্য-মিথ্যার সংমিশ্রণে করা হয় সেটা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে।
যে সংবাদে সত্য থাকে না, সেটিকে সাংবাদিকতা বলা যাবে না। সেটিকে বলা হয় অপসাংবাদিকতা।
কোন প্রমাণ ছাড়া মনগড়া ও উদ্দেশ্যমূলক রিপোর্ট সাংবাদিকতার নামে চরম অজ্ঞতা!!!
বি: দ্র: আমি মিথ্যাকে মিথ্যা বলি, আর সত্যকে সত্য বলি এবং সম্মান করি!!! কাউকে পরোয়া করিনা।

শেয়ার করুন

0 Comments: