পবিত্র হাদিসে গ্রন্থে রাসুল (সঃ) বলেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই-ভাই, এমন টাই ঘটেছে এখন সারা বিশ্বের মুসলমানদের মাঝে। তারই মধ্যে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের (৫নং) ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হুসেনের উদ্দোগে। অন্য বস্ত্র বাসস্থাহীন মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য। সলুকাবাদ ইউনিয়ন বাসির কাছ থেকে (১০৪০০০) টাকা উটিয়েছেন। তারই মধ্য থেকে। দুই জন প্রতিনিধির মাধ্যমে কক্সবাজার উকিয়া থানায় নিয়ে গত (২৪-০৯-২০১৭) তারিখে রোহিঙ্গা মুসলমানদেও মাঝে বিতরন করেন। এবং তারা বিতরনের পর রোহিঙ্গাদের সাথে মত-বিনিময় করেন এতে বুজতে পারেন যে এখনো তাদের পুরোপুরি ভাবে তারা ত্রাণ পাচ্ছেন না, ও অনেক কষ্ঠে তারা দিন যাপন করছেন। এই দুইজন প্রতিনিধি হলেন ১ ডাঃ নজরুল ইসলাম ২ উমর ফারুক। তারা (২৮-০৯-২০১৭) তারিখে ফিরে আসেন এবং বিশ্বের মুসলিম সহ রোহিঙ্গা মুসলমান যতাত্র মুসলমানদের হেফাজতের জন্য মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করেন। ওয়ার্ড মেম্বার জাকির হুসেন বলেন মুসলমানদের জন্য যা যা করার প্রয়োজনে আমরা তাই করব
খবর বিভাগঃ
bishwambarpur
0 Comments: