শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

ধর্মপাশায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় ফলদ বৃক্ষ মেলা ২০১৭ শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা অনুষ্টিত হয়েছে।
স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই এ স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাট্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা  চত্বরে গিয়ে শেষ হয়।
গত কাল শুক্রবার ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যেগে উপজেলা চত্বরে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ মোয়াজ্জেম হোসেন রতন এমপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোতালিব খাঁন,ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুন খন্দকার । আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনীন্দ্র চন্দ্র তালুকদার,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ প্রমূখ।

শেয়ার করুন

0 Comments: