রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক অনলাইন পত্রিকা সুনামগঞ্জের আলোয়, গত ১৩ সেপটেম্বর ও ১৬ সেপটেম্বর ২০১৭ ইং তারিখে। বিশ্বম্ভরপুরে ভন্ড কবিরাজ  শাহজালালের প্রতারনার শিকার শতাধিক মানুষ ও বিশ্বম্ভরপুরে প্রতারক ভন্ড কবিরাজ শাহজালালের গ্যারাকলে কয় একটি গ্রামের মানুষ। এই সংবাদটি সমপুর্ণ মিত্যা ও বিত্তিহীন। সরেজমিনে দেখা যায় মাওলানা শাহজালাল হুজুর সমপুর্ণ নির্দোষ। ভুল বসত শাহজালাল হুজুরের নাম লেখা হয়েছিল।

শেয়ার করুন

0 Comments: