বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

জামালগঞ্জে যুবকের কারাদন্ড

সেলিম আহম্মেদ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে ইভটিজিং’র দায়ে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গল বেলা বার টায় কালীপুর গ্রামের মো: সুরুজ আলীর ছেলে কবির হোসেন (২৫) কে উৎতপ্ত করার দায়ে সাচনা বাজার থেকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ।
জানাযায়, বেশ কয়েকদিন যাবৎ মাদ্রাসায় ছাত্রীরা আসা যাওয়ার রাস্তায় বখাটে কবির হোসেন (২৫) প্রায়ই মেয়েদের উৎতপ্ত করত। এ ধরনের অভিযোগ থানায় ছিল,পরে বিষয়টি পুলিশের নজরে আনলে মঙ্গল বার টায় দিকে ছাত্রীদের উৎতপ্ত করতে দেখে সাচনা বাজার অটো রিক্সার ষ্টেশন থেকে গ্রেফতার করে তাকে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যট মনিরুল হাসান (অ:দা:) মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন তিনি।


শেয়ার করুন

0 Comments: