পরিদর্শনকালে নথি পত্র, রেজিস্টার সমূহ পর্যবেক্ষন করেন ও কার্যক্রম সন্তুসজনক প্রকাশ করেন।
গ্রাম আদালতে সাধারণ মানুষ সঠিক বিচার পাচ্ছে। এ আদালত চলমান থাকলে উচ্চ আদালতে মামলার জট কমে যাবে। সুবিধা বঞ্চিত মানুষ আল্প সময় সল্প খরচে সঠিক বিচার পাবে ইউপি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ কালে এ কথা বলেন।